শূন্যপদের বিস্তারিত বিবরণ
JKSSB রিক্রুটমেন্ট ২০২১-এর মাধ্যমে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টক অ্যাসিস্ট্যান্ট, ভেটেনারি ফার্মাসিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং অন্য পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা
যে পদগুলির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে সেই পদগুলির ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিভিন্ন অন্য জাতির আবেদনকারীদের জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। এবং অবসরপ্রাপ্ত সমরকর্মীদের জন্য বয়সের উর্ধ্বসীমা ৪৮ বছর রাখা হয়েছে।
advertisement
আবেদন ফি
আবেদনকারীদের ৩৫০ টাকা করে ফি দিতে হবে।
কী ভাবে আবেদন করতে হবে?
আবেদনকারীকে প্রথমে JKSSB ওয়েবসাইটে যেতে হবে। ওয়েব অ্যাড্রেসটি হল https://jkssb.nic.in/।
ওই লিঙ্কে গেলে দেখতে পাওয়া যাবে যে ২০২১-এর অধীনে ৩ নম্বর বিজ্ঞাপনটি এই সংক্রান্ত চাকরির, সেটি ভালো করে পড়ে নিতে হবে।
ওখানে ক্লিক করার পর অন্য একটি পেজ খুলে যাবে।
এর পর ৪ নম্বর বিজ্ঞাপনটির উপরে ক্লিক করতে হবে।
সেখানে নিজেকে রেজিস্টার করতে হবে।
তার পর যাবতীয় ক্রেডেন্সিয়াল দিয়ে ফের লগ ইন করতে হবে। এবং আবেদন করতে হবে।
আবেদনের পর সব শেষে ফি দিতে হবে। অনলাইনের মাধ্যমে ফি জমা করতে হবে। ফি জমা করা সম্পন্ন হলেই আবেদনপত্র জমা পড়বে।
যাঁরা ওই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের অবশ্যই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হতে হবে। এবং সেখানকার বাসিন্দাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া যাবতীয় গাইডলাইন মেনে চলতে হবে।
বিস্তারিত জানতে JKSSB ওয়েবসাইট দেখুন। এবং নোটিফিকেশন ভালো করে পড়ে তার পর আবেদন করুন।