TRENDING:

Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

Last Updated:

East Central Railway Apprentice Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে rrcecr.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিভাগের (East Central Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে rrcecr.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Railways: Job Vacancy- Photo-PTI
Indian Railways: Job Vacancy- Photo-PTI
advertisement

East Central Railway Apprentice Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৫ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই rrcecr.gov.in আবেদনপত্র পাওয়া যাবে।

আরও পড়ুন - Zodiac Signs: নাটুকে স্বভাবের হন এই পাঁচ রাশির মানুষেরা! জেনে নিন সমঝে চলুন

advertisement

East Central Railway Apprentice Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২২০৬টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।

প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হবে ডিভিশন বা ইউনিট অনুসারে। কোনও রকম কেন্দ্রীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে না।

আরও পড়ুন - ২১-র টগবগে যুবতী চুটিয়ে প্রেম করছেন ৫৫ -র বৃদ্ধর সঙ্গে, খুল্লমখুল্লা বললেন সব সিক্রেট

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (East Central Railway)

পদের নাম: অ্যাপ্রেন্টিস

শূন্যপদের সংখ্যা: ২২০৬

কাজের স্থান: নির্দিষ্ট কিছু জানানো হয়নি

কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত

নির্বাচন পদ্ধতি: মেরিট লিস্ট

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ ও আইটিআই সার্টিফিকেট প্রাপ্ত

বেতনক্রম: কিছু জানানো হয়নি

advertisement

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৫.১১.২০২১

East Central Railway Apprentice Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে অন্তত ৫০% নম্বর সহ দশম শ্রেণি (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও নির্দিষ্ট ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (National Council for Vocational Training) প্রদত্ত আইটিআই সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।

advertisement

East Central Railway Apprentice Recruitment 2021: বয়সসীমা

উল্লিখিত পদের জন্য ১৫ থেকে ২৪ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।

East Central Railway Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের প্রথমে ডিভিশন বা ইউনিট অনুসারে শর্টলিস্টেড করা হবে। এ ক্ষেত্রে লিস্ট তৈরির সময় দশম শ্রেণি ও আইটিআই উভয় পরীক্ষার নম্বরকে সমান মান্যতা দেওয়া হবে।

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ বিষয়ে আরও অধিক জানতে হলে ক্লিক করতে হবে এই লিঙ্কটিতে- https://recruitmentweb.net/pdf/English%20NotificationAct%20ApprenticeECR.pdf ।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল