যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- joinindiannavy.gov.in
Indian Navy SSC Officer Recruitment 2021: আবেদনের তারিখ
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত। প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কেরলের অন্তর্গত এজিমালায় অবস্থিত ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমিতে (Indian Naval Academy) SSC অফিসার কোর্স শুরু হবে আগামী ২২ জুন, ২০২২ তারিখ থেকে।
advertisement
Indian Navy SSC Officer Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ১৬৩টি রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Navy SSC Officer Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
আরও পড়ুন - Peleকে টেক্কা দিলেন Messi, World Cup Qualifier 2022-এ বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক, দেখুন
একজিকিউটিভ ব্রাঞ্চের অন্তর্গত শূন্যপদ:
জেনারেল সার্ভিস [GS(X)]/ হাইড্রো ক্যাডার: ৪৫টি পদ
এয়ার ট্রাফিক কন্ট্রোলার (ATC): ৪টি পদ
অবজারভার: ৮টি পদ
পাইলট: ১৫টি পদ
লজিস্টিকস: ১৮টি পদ
টেকনিক্যাল ব্রাঞ্চের অন্তর্গত শূন্যপদ:
ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): ২৭টি পদ
ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): ৩৪টি পদ
নাভাল আর্কিটেক্ট (NA): ১২টি পদ
প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো ভাবে পড়ে নিয়ে তার পর আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি সম্পূর্ণ শেষ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো ভাবে পড়ার জন্য প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন- joinindiannavy.gov.in