২৭ এপ্রিল ২০২১ তারিখে এবিষয়ে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। প্রকাশ করেছিল ভারতীয় ডাক বিভাগ। তাতে জানানো হয়েছিল ১৯৪০ জন গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ করা হবে। বিজ্ঞাপনের ভিত্তিতে ওই শূন্যপদগুলি পূরণের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য বয়সসীমা কত-
যে সব আবেদনকারী গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করবেন তাঁদের বয়সসীমা ২৭শে এপ্রিল ২০২১ পর্যন্ত অর্থাৎ বিজ্ঞাপন প্রকাশের দিন পর্যন্ত কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তবে ওই পদের জন্য বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
advertisement
এবার দেখে নিন কোন শ্রেণীর কত বছরের ছাড় পাবে-
তফসিলি জাতি ও তফসিলি উপজাতির (Scheduled Caste/Scheduled Tribe) জন্য ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
অন্য পিছিয়ে পড়া (Other Backward Classes) শ্রেণীর আবেদনকারীদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে।
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া (Economically Weaker Sections) শ্রেণীর আবেদনকারীরা কোনও ছাড় পাবেন না।
শারীরিক ভাবে অক্ষম (Persons with Disabilities) যাঁরা আছেন তাঁদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে।
অন্য পিছিয়ে পড়া শ্রেণীর যদি কেউ শারীরিক ভাবে প্রতিবন্ধি হন বা শারীরিক ভাবে অক্ষম তাঁদের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় দেওয়া হবে।
তফসিলি জাতি ও তফসিলি উপজাতির শ্রেণির কেউ শারীরিক প্রতিবন্ধী হলে তাঁদের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
ক্লাস টেন বা দশম শ্রেণী উত্তীর্ণরা ওই পদে আবেদনের যোগ্য। তবে প্রত্যেক আবেদনকারীকে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরাজি ভাষা জানতে হবে।এবং যাঁরা আবেদন করবেন তাঁদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনও স্কুল থেকে উত্তীর্ণ হতে হবে।
তবে আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার স্থানীয় ভাষা জানতেই হবে।
কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং তার পর অনলাইনে বা ভারতীয় পোস্ট অফিসে গিয়ে ফি জমা করতে হবে।
যাঁরা আবেদন করবেন তাঁদের কাছে অনুরোধ, আবেদনের আগে অনুগ্রহ করে পুরো নোটিফিকেশন পড়ে নিয়ে তার পর আবেদন করবেন।