TRENDING:

India Post Recruitment 2021: দশম বা দ্বাদশ শ্রেণী পাস! গ্রুপ C পদে আবেদন করুন, সর্বোচ্চ বেতন হতে পারে ৮১ হাজার টাকা

Last Updated:

India Post Recruitment 2021: গ্রুপ C পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্জাব সার্কেলে ৫৭টি গ্রুপ C পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ (India Post Recruitment 2021)। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পোস্টাল অ্যাসিসট্যান্ট, শর্টিং অ্যাসিসট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ-সহ বিভিন্ন বিভাগে শূন্যপদ রয়েছে। অগ্রাধিকার পাবেন ক্রীড়াজগতের মানুষজন।
advertisement

ভারতীয় ডাক বিভাগে পঞ্জাব সার্কেলে নিয়োগের শূন্যপদের বিবরণ-

মোট ৫৭টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে -

১) পোস্টাল অ্যাসিসট্যান্ট ৪৫টি

২) শর্টিং অ্যাসিসট্যান্ট ৯টি

৩) মাল্টি টাস্কিং স্টাফ ৩টি পদ রয়েছে।

ভারতীয় ডাক বিভাগে পঞ্জাব সার্কেলে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ-

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক প্রার্থীদের ১৮ অগস্ট, ২০২১-এর মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

advertisement

এক্ষেত্রে বলে রাখা ভালো, অনলাইনে আবেদন করা যাচ্ছে না। ইচ্ছুক প্রার্থীদের গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদন পত্র স্পিড পোস্ট বা রেজিস্টার করা পোস্টের মাধ্যমে দফতরে পাঠাতে হবে।

ভারতীয় ডাক বিভাগে পঞ্জাব সার্কেলে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা-

১) পোস্টাল অ্যাসিসট্যান্ট ও শর্টিং অ্যাসিসট্যান্ট এই দু'টি পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে।

advertisement

২) মাল্টি টাস্কিং পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা থেকে বেতনক্রম বিভিন্ন তথ্যের জন্য ভারতীয় ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত নোটিফিকেশনটি দেখে নেওয়া যেতে পারে- https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_09072021_Punjab.pdf

ভারতীয় ডাক বিভাগে পঞ্জাব সার্কেলে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি-

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ভারতের যে কোনও কম্পিউটারাইজড পোস্ট অফিস থেকে একটি চালান ফর্মে CPMG PUNJAB CIRCLE নামে ১০০ টাকা ই-পেমেন্টের মাধ্যমে দিতে হবে। যার নথি আবেদন পত্রের সঙ্গেই পাঠাতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বেশ কয়েকটি শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। এর আগে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারা। শূন্যপদের সংখ্যা ২৩৫৭টি। মোট তিনটি বিভাগ, ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM), অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) ও ডাক সেবক পদে এই নিয়োগ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৯ অগস্ট, ২০২১।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2021: দশম বা দ্বাদশ শ্রেণী পাস! গ্রুপ C পদে আবেদন করুন, সর্বোচ্চ বেতন হতে পারে ৮১ হাজার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল