TRENDING:

GPSC Recruitment 2021: ডায়েটেশিয়ান-অ্যাসিস্ট্যান্ট প্রফেসার-লাইব্রেরিয়ান-প্ল্যানিং অফিসার-সহ একাধিক পদে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে!

Last Updated:

প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (GPSC Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: সম্প্রতি গোয়া পাবলিক সার্ভিস কমিশনের (Goa Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে ডায়েটেশিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার, লাইব্রেরিয়ান, প্ল্যানিং অফিসার, ডেপুটি টাউন প্ল্যানার সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
ডায়েটেশিয়ান-অ্যাসিস্ট্যান্ট প্রফেসার-লাইব্রেরিয়ান-প্ল্যানিং অফিসার-সহ একাধিক পদে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে!
ডায়েটেশিয়ান-অ্যাসিস্ট্যান্ট প্রফেসার-লাইব্রেরিয়ান-প্ল্যানিং অফিসার-সহ একাধিক পদে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে!
advertisement

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা GPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

GPSC Recruitment 2021: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে GPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। বিজ্ঞপ্তি বিষয়ে কোনও বদল হলে তা অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
GPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৯টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসে ডায়েটেশিয়ান: ১টি পদ জুনিয়র অপথ্যালমিক সার্জন: ১টি পদ জুনিয়র অর্থোপেডিক সার্জন: ১টি পদ জুনিয়র রেডিয়োলজিস্ট: ১টি পদ সার্জারিতে লেকচারার: ৬টি পদ মেডিসিনে লেকচারার: ১টি পদ মেডিক্যাল ইমাজেনিং টেকনোলজিতে অ্যালাইড হেলথ সার্ভিস কোর্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার: ২টি পদ অপট্রোমেট্রিতে অ্যালাইড হেলথ সার্ভিস কোর্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার: ২টি পদ হোম সায়েন্স কলেজে লাইব্রেরিয়ান: ১টি পদ ডিরেক্টোরেট অফ ইন্ড্রাস্ট্রি, ট্রেড এবং কমার্সে প্ল্যানিং অফিসার: ২টি পদ টাউন ও কান্ট্রি প্ল্যানিং বিভাগে ডেপুটি টাউন প্ল্যানার: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: গোয়া পাবলিক সার্ভিস কমিশন (GPSC) পদের নাম: ডায়েটেশিয়ান, জুনিয়র অপথ্যালমিক সার্জন, জুনিয়র অর্থোপেডিক সার্জন, জুনিয়র রেডিওলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার, লাইব্রেরিয়ান, প্ল্যানিং অফিসার, ডেপুটি টাউন প্ল্যানার শূন্যপদের সংখ্যা: ১৯ কাজের স্থান: গোয়া কাজের ধরন: সরকারি কাজ নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর ডিপ্লোমা প্রাপ্ত এবং অন্যান্যরা বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ২২.১০.২০২১
GPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা প্রাপ্ত এবং অন্যান্যরা উল্লিখিত পদে আবেদনের যোগ্য।

advertisement

প্রার্থীরা আবেদনের বিষয়ে আগ্রহী হলে এই লিঙ্কটিতে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন- https://gpsc.goa.gov.in/applyonline.php

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টিচিং এবং নন-টিচিং পদে নিয়োগ চলছে, জানুন বিশদে

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
GPSC Recruitment 2021: ডায়েটেশিয়ান-অ্যাসিস্ট্যান্ট প্রফেসার-লাইব্রেরিয়ান-প্ল্যানিং অফিসার-সহ একাধিক পদে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল