#আহমেদাবাদ: সম্প্রতি গুজরাত সেন্ট্রাল ইউনিভার্সিটির (Central University of Gujarat) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টিচিং এবং নন-টিচিং পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে http://recruitment.cug.ac.in/instruction.php গিয়ে খোঁজ নিতে পারেন।
CUG Recruitment 2021: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের হার্ডকপি জমা দেওয়া শেষ দিন ১২ নভেম্বর, ২০২১ তারিখ। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। |
CUG Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিবরণ | বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও পর্যন্ত মোট ১১৪টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রফেসর: ১৮টি পদ অ্যাসোসিয়েট প্রফেসর: ২৯টি পদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ২১টি পদ ফাইন্যান্স অফিসার: ১টি পদ কন্ট্রোলার অফ একজামিনেশন: ১টি পদ লাইব্রেরিয়ান: ১টি পদ ডেপুটি লাইব্রেরিয়ান: ১টি পদ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ২টি পদ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ লাইব্রেরিয়ান: ১টি পদ হিন্দি অফিসার: ১টি পদ সেকশন অফিসার: ১টি পদ অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ প্রাইভেট সেক্রেটারি: ৪টি পদ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি): ১টি পদ হিন্দি ট্রান্সলেটর: ১টি পদ সিকিউরিটি ইন্সপেক্টর: ১টি পদ আপার ডিভিশন ক্লার্ক: ৫টি পদ লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৭টি পদ হিন্দি টাইপিস্ট: ১টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: গুজরাত সেন্ট্রাল ইউনিভার্সিটি (Central University of Gujarat) পদের নাম: টিচিং এবং নন-টিচিং শূন্যপদের সংখ্যা: ১১৪ কাজের স্থান: গুজরাত কাজের ধরন: সরকারি কাজ নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন আবেদনের শেষ দিন: ২৯.১০.২০২১ |
CUG Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে? | প্রার্থীদের ফর্ম পূরণের পর ফর্মের একটি হার্ড কপি রেজিস্টার/স্পিড পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়, “Recruitment Cell, Central University of Gujarat, Sector-29, Gandhinagar - 382030”। |
CUG Recruitment 2021: বিশেষ ঘোষণা | প্রদত্ত সময়ের পর পাঠানো আবেদনপত্র এর পরবর্তী নিয়োগের সময় বিবেচনা করে দেখা হবে। |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, Job alert, Job News