আরও পড়ুন: সৈনিক স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিশদে জানুন
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারে বড় চাকরির সুযোগ, আবেদন করুন আজই!
GPSC Recruitment 2021: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। |
GPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা | কমিশনের তরফে এখনও পর্যন্ত মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। |
GPSC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ | নিউরোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: গোয়া মেডিক্যাল কলেজে ২টি পদ রেডিওলজিতে লেকচারার: গোয়া মেডিক্যাল কলেজে ১টি পদ সার্জারিতে লেকচারার: গোয়া মেডিক্যাল কলেজে ১টি পদ জুনিয়র ফিজিশিয়ান: ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসে ১টি পদ পাবলিক হেলথ ডেন্ট্রিস্ট্রিতে লেকচারার: গোয়া ডেন্টাল কলেজ এবং হাসপাতালে ১টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: গোয়া পাবলিক সার্ভিস কমিশন (Goa Public Service Commission) পদের নাম: নিউরোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেডিওলজিতে লেকচারার, সার্জারিতে লেকচারার, জুনিয়র ফিজিশিয়ান, পাবলিক হেলথ ডেন্ট্রিস্ট্রিতে লেকচারার শূন্যপদের সংখ্যা: ৬ কাজের স্থান: গোয়া কাজের ধরন: কিছু জানানো হয়নি নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কোঙ্কোনি ভাষায় অভিজ্ঞতা সহ অন্যান্য বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ২৬.১১.২০২১ |
GPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীদের কোঙ্কনি ভাষায় কাজের জ্ঞান থাকতে হবে। যদি অন্যথায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে পেশাদার কলেজ, স্বাস্থ্য পরিষেবা অধিদফতরে পরামর্শদাতা এবং উচ্চ প্রযুক্তিগত/বৈজ্ঞানিক পদগুলির জন্য কোঙ্কনি জ্ঞান সহ উপযুক্ত প্রার্থীকে গোয়া পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করবে। প্রার্থীদের আবেদের পূর্বে আবেদনপত্রটি ভালো করে পড়ে নিয়ে আবেদন করতে হবে যাতে আবেদনপত্রে কোনও ভুল না থাকে। |
advertisement
Location :
First Published :
November 15, 2021 4:26 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
GPSC Recruitment 2021: গোয়ায় চাকরির সুযোগ, ফ্যাকাল্টি ও অন্যান্য পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন