TRENDING:

GATE 2022: আর মাত্র কিছুক্ষণ! গেট পরীক্ষার রেজিস্ট্রেশনের আজই শেষ দিন! কী ভাবে রেজিস্ট্রেশন করবেন?

Last Updated:

GATE 2022: বিশদে জানতে শিক্ষার্থীরা গেট ২০২২–এর অফিসিয়াল ওয়েবসাইটে gate.iitkgp.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সহ বিজ্ঞান বিষয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষায় ভর্তির জন্য আয়োজিত গেট ২০২২ (GATE 2022) পরীক্ষার রেজিস্ট্রেশনের আজ শেষ দিন। যে সকল শিক্ষার্থীরা এখন রেজিস্ট্রেশন করেননি তাঁরা আজই রেজিস্ট্রেশন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে শিক্ষার্থীরা গেট ২০২২–এর অফিসিয়াল ওয়েবসাইটে gate.iitkgp.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আজই রেজিস্ট্রেশনের শেষ দিন.. প্রতীকী ছবি।
আজই রেজিস্ট্রেশনের শেষ দিন.. প্রতীকী ছবি।
advertisement

GATE 2022 Registration: রেজিস্ট্রেশনের তারিখ

গেট ২০২২-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে চলছে, আজ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, ২০২১ রেজিস্ট্রেশনের শেষ দিন। তবে প্রার্থীরা ১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। সে ক্ষেত্রে আবেদন ফি বাবদ অতিরিক্ত অর্থ দিতে হবে। রেজিস্ট্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি গেট ২০২২–এর অফিসিয়াল ওয়েবসাইটের gate.iitkgp.ac.in মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

advertisement

আরও পড়ুন:GATE উত্তীর্ণদের জন্য সুখবর! ONGC-তে প্রচুর পদে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

GATE 2022 Registration: পরীক্ষার তারিখ

গেট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ফেব্রুয়ারি ৫, ৬, ১২ এবং ১৩ তারিখে। গেট পরীক্ষার আয়োজনের দায়িত্বে থাকবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।

GATE 2022 Registration: রেজিস্ট্রেশন ফি

advertisement

তফসিলি জাতি, তফসিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৫০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি হিসেবে ১৫০০ টাকা দিতে হবে।

ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি রেজিস্ট্রেশন করতে চাইলে এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে- https://gate.iitkgp.ac.in/apps.html

আরও পড়ুন:রেলের হাজার হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! কীভাবে আবেদন করবেন? বিস্তারিত...

advertisement

এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

পরীক্ষার নাম: গেট ২০২২

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

রেজিস্ট্রেশন পদ্ধতি: অনলাইন

রেজিস্ট্রেশনের শেষ দিন: ২৪.০৯.২০২১

GATE 2022 Registration: কী ভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

স্টেপ-১: গেট ২০২২-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://gate.iitkgp.ac.in/ গিয়ে হোমপেজের অনলাইন অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ-২: এর পর শিক্ষার্থীদের নাম রেজিস্টার করিয়ে অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

advertisement

স্টেপ-৩: শিক্ষার্থীদের এর পর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে ছবি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তা আপলোড করতে হবে এবং জমা দিতে হবে।

স্টেপ-৪: শিক্ষার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো হয়।

GATE 2022 Registration: বিশেষ ঘোষণা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যে সকল পরীক্ষার্থীরা শুধু মাত্র একটি বা দু'টি পেপারের জন্য আবেদন করতে চান, তাঁরা একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেই হবে। যাঁরা এর বেশি পেপারের জন্য রেজিস্ট্রেশন করবেন, তাঁদের যে কোনও একটি পত্র সিলেকশনের সময় বেছে নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
GATE 2022: আর মাত্র কিছুক্ষণ! গেট পরীক্ষার রেজিস্ট্রেশনের আজই শেষ দিন! কী ভাবে রেজিস্ট্রেশন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল