RITES-এ নিয়োগে শূন্যপদের বিবরণ:
মোট ৪৮টি শূন্যপদে নিয়োগ করবে RITES কর্তৃপক্ষ। যার মধ্যে ২৫টি রয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি (সিভিল ইঞ্জিনিয়রিং) পদ। ১৫টি শূন্যপদ রয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) পদে ও ৮টি শূন্যপদ রয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) পদে।
RITES-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
৪৮টি শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ ৩০ জুলাই, ২০২১ থেকে। চলছে ২৫ অগস্ট, ২০২১ পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা RITES-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.rites.com/-এ গিয়ে আবেদন করতে পারবে।
advertisement
RITES-এ নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা:
১. GET (Civil) পদে আবেদনের জন্য প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম BE/B.Tech/B.Sc (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে।
২. GET (Mechanical)-এ আবেদনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে BE/B.Tech/B.Sc (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে যা ফুট টাইমে করা। এছাড়াও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে BE/B.Tech/B.Sc করা প্রার্থীরাও আবেদন জানাতে পারে।
৩. GET (Electrical) -এ আবেদনের জন্য ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে BE/B.Tech/B.Sc (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রেও ফুট টাইম কোর্সে পাশ করা বাধ্যতামূলক।
RITES-এ নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা:
২১ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।
RITES-এ নিয়োগে শূন্যপদে আবেদনের ফি:
জেনেরাল ক্যাটাগরি বা OBC ক্যাটেগরির প্রার্থীদের আবেদনের জন্য ফি বাবদ ৬০০ টাকা করে দিতে হবে। EWS/ SC/ST/ PWD প্রার্থীদের দিতে হবে ৩০০ টাকা করে।
RITES-এ নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া:
১) http://www.rites.com-এ যেতে হবে।
২) কেরিয়ার সেকশনে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে।
৩) অনলাইন আবেদন পত্রটি সাবমিট করার পূর্বে আবেদন পত্রের নম্বরটি লিখে রাখতে হবে।
৪) সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।
৫) GATE Details ট্যাবে ক্লিক করে GATE 2020 বা GATE 2021-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৬) তথ্য দেওয়ার কাজ শেষ হলে আবেদনের ফি দিতে হবে এবং সাবমিট করতে হবে।
৭) ভবিষ্যতের জন্য আবেদন পত্রের একটি হার্ড কপি প্রিন্ট আউট করে রাখতে হবে।