TRENDING:

DRDO Recruitment 2021: জুনিয়র রিসার্চ ফেলো-রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন। (DRDO Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাইসুরু: সম্প্রতি ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেআরএফ (JRF) এবং আরএ (RA) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
জুনিয়র রিসার্চ ফেলো-রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ, জানুন বিশদে
জুনিয়র রিসার্চ ফেলো-রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ, জানুন বিশদে
advertisement

DRDO Recruitment 2021: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
DRDO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিবরণ প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। জুনিয়ার রিসার্চ ফেলো: ৪টি পদ রিসার্চ অ্যাসোসিয়েট: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) পদের নাম: জুনিয়ার রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট শূন্যপদের সংখ্যা: ৫ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: গবেষণামূলক কাজ নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ ও অন্যান্য আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: জুনিয়ার রিসার্চ ফেলো: প্রথম শ্রেণিতে এম.এসসি/ এম.টেক ডিগ্রি ও নেট/ গেট, রিসার্চ অ্যাসোসিয়েট: পিএইচ.ডি ডিগ্রি অথবা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি অথবা ৩ বছরের রিসার্চ, টিচিং ইত্যাদি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অফলাইন আবেদনের শেষ দিন: বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে
DRDO Recruitment 2021: আবেদনের যোগ্যতা জুনিয়ার রিসার্চ ফেলো: প্রথম শ্রেণিতে এম.এসসি/ এম.টেক ডিগ্রি ও নেট/ গেট উত্তীর্ণ হতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট: পিএইচ.ডি ডিগ্রি অথবা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি অথবা ৩ বছরের রিসার্চ, টিচিং ইত্যাদি থাকতে হবে। এছাড়াও এম.এসসি/এমই/ এম.টেক পরবর্তীতে সায়েন্স সাইটেশন ইনডেক্সে অন্তত একটি রিসার্চ পেপার পাবলিশ করতে হবে।
DRDO Recruitment 2021: নির্বাচন পদ্ধতি শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সে ক্ষেত্রে মেইল বা স্পিড পোস্টের মাধ্যমে প্রার্থীদের নোটিশ করে দেওয়া হবে। উল্লিখিত পদের জন্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন- https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/dfrl05102021.pdf
DRDO Recruitment 2021: কোথায় আবেদন করতে হবে? প্রার্থীদের DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে। এর পর ওই আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের ফটোকপি সহ স্পিড পোস্টের মাধ্যমে DRDO-এর অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- ‘ Director, Defence Food Research Laboratory, Siddhartha Nagar, Mysore- 570011’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

আরও পড়ুন: মেট্রো রেলে জিএম, এজিএম ও ম্যানেজার পদে নিয়োগ! জানুন বিস্তারিত

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DRDO Recruitment 2021: জুনিয়র রিসার্চ ফেলো-রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল