#চেন্নাই: সম্প্রতি চেন্নাই মেট্রো রেল লিমিটেডের (Chennai Metro Rail Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জিএম, এজিএম ও ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা চেন্নাই মেট্রো রেল লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে chennaimetrorail.org গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন - Job Vacancy: ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, Bank-এ চাকরির আবদেন প্রক্রিয়া কি?
Chennai Metro Rail Limited Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
Chennai Metro Rail Limited Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
জিএম (এলিভেটেড কনস্ট্রাকশন): ১টি পদ
জিএম (আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন): ২টি পদ
এজিএম (লিগ্যাল): ১টি পদ
ডিজিএম (ট্র্যাক): ১টি পদ
ম্যানেজার (ট্র্যাক): ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: চেন্নাই মেট্রো রেল লিমিটেড
পদের নাম: জিএম, এজিএম ও ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ৭
কাজের স্থান: চেন্নাই
কাজের ধরন: বেসরকারি
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্ট
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ দিন: ২৯.১০.২০২১
আরও পড়ুন - বিশ্বমঞ্চে সুযোগ! কর্নাটকের চিকিৎসক FIFA World Cup 2022-র মেডিক্যাল অফিসারের পদে, চিনুন কিরণ কুলকার্নিকে
Chennai Metro Rail Limited Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে জানতে হলে ক্লিক করতে হবে এই লিঙ্কটিতে https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-13-2021-dated-06-10-2021-Final.pdf
Chennai Metro Rail Limited Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ইন্টারভিউ এবং মেডিক্যাল ফিটনেসের ভিত্তিতে নির্বাচন করা হবে।
Chennai Metro Rail Limited Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
Chennai Metro Rail Limited Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর ওই আবেদনপত্রের একটি হার্ড কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে চেন্নাই মেট্রো রেল লিমিটেডের অফিসে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Joint General Manager (Hr) Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai - 600 107’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।