ওই পদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে। যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে সেটি হল coalindia.in।
গুরুত্বপূর্ণ দিন-
আবেদন করার শুরুর দিন এবং শেষ দিন এখনও ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
কোন কোন ক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেনিদের নিয়োগ করা হবে?
১) মাইনিং (Mining) ২) ইলেকট্রিক্যাল (Electrical) ৩) মেকানিক্যাল (Mechanical) ৪) সিভিল (Civil) ৫) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিয়ারিং (Industrial Engineering) ৬) জিওলজি (Geology)
আবেদন করার সময় কোনও সমস্যা হলে কী করতে হবে?
প্রাথমিক ভাবে যে প্রেস রিলিজ প্রকাশ করে শূন্যপদের বিষয়ে জানানো হয়েছে সেখানে বেশ কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। কোনও সমস্যায় সেই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। গুরুত্বপূর্ণ নম্বরগুলি হল- ০৩৩-৭১১০৪২৭৬ এবং ০৩৩-৭১১০৪২৭৩। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে ১টা এবং দুপুর ৩টে থেকে ৫টার মধ্যে যোগাযোগ করা যেতে পারে। পাশাপাশি প্রয়োজনে ই মেলও করতে পারেন। মেল আইডিটি হল- supportmtrectt.cil@coalindia.in নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর তা ভালো করে পড়ে তারপর আবেদন করতে হবে।