আবেদনের তারিখ:
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে TJSB–এর অফিসিয়াল ওয়েবসাইটেই https://tjsbbank.co.in/career আবেদনপত্র পাওয়া যাবে।
আরও পড়ুন: পবন হংস লিমিটেডে ট্রেনি টেকনিশিয়ান নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর এবং সর্বনিম্ন ২০ বছরের মধ্যে থাকা বাঞ্ছনীয়।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতকের ডিগ্রি থাকলেই তাঁরা আবেদনের যোগ্য। প্রার্থীদের মূলত ট্রেনি অফিসার পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: সুপারিন্টেনডেন্ট-সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
আবেদন ফি:
আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ মোট ৮২৬ টাকা দিতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | থানে জনতা সহকারী ব্যাঙ্ক লিমিটেড (TJSB) |
পদের নাম | ট্রেনি অফিসার |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | ট্রেনিং সক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৪.০৯.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | যে কোনও ডিসিপ্লিনে স্নাতক স্তরে উত্তীর্ণ |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৩.১০.২০২১ |
কী ভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১: TJSB-এর অফিসিয়াল ওয়েবসাইটে tjsbbank.co.in/career যেতে হবে।
স্টেপ-২: এর পর হোমপেজের ‘অ্যাপলাই অনলাইন’ অপশনে ক্লিক করে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
স্টেপ-৩: প্রার্থীদের এর পর আবেদন ফি জমা করাতে হবে।
আরও পড়ুন: সুখবর! চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শীঘ্রই নিয়োগ, মাধ্যমিক পাশ হলে এখুনি আবেদন করুন...
স্টেপ-৪: আবেদনপত্রের প্রয়োজন অনুসারে সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
স্টেপ-৫: আবেদনপত্রটি জমা দেওয়ার আগে প্রার্থীদের ভালো করে দেখে নিতে হবে যাতে তথ্য প্রদানে কোনও ভুল না থেকে যায়। ফর্ম জমা দেওয়া শেষ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো হয়।