Allahabad University Recruitment 2021: আবেদনের তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ২৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই allduniv.ac.in আবেদনপত্র পাওয়া যাবে।
Allahabad University Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
advertisement
মোট পদের সংখ্যা ৩৬১টি রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন নন-টিচিং পদ যেমন জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
Allahabad University Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
লেভেল-১ পদের (বোটম্যান/ ওয়াটার ম্যান) জন্য প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন হতে হবে।
ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন হতে হবে।
অন্যান্য পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে ৫০% নম্বর সহ স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।
Allahabad University Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবের গ্রুপ সি রিক্রুটমেন্টে গিয়ে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এর পর নিজের নাম রেজিস্টার করে পাসওয়ার্ড এবং আইডি নম্বর সেভ করে রাখতে হবে।
স্টেপ-৩ সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে আবেদন ফি সহ জমা করতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
পদের নাম: গ্রুপ সি
শূন্যপদের সংখ্যা: ৩৬১
কাজের স্থান: এলাহাবাদ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ২৪.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: দশম/ দ্বাদশ/ স্নাতক উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৩.১০.২০২১
Allahabad University Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের অনলাইনে ১০৫০ টাকা আবেদন ফি জমা করাতে হবে।
Allahabad University Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ১০০টি প্রশ্ন সহ লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞান, ইংরেজি ভাষার দক্ষতা, হিন্দি ভাষায় দক্ষতা এবং নির্দিষ্ট বিষয়ে বা কাজ সম্পর্কিত বিষয়ে থেকে প্রশ্ন থাকবে।