সম্প্রতি AIIMS বিবিনগর- এর তরফে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাতে তারা জানিয়েছে, আবেদন শুধুমাত্র অনলাইনেই করা যাবে।
AIIMS বিবিনগরে নিয়োগে শূন্যপদের বিবরণ | মোট ২২টি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ২২টি পদের মধ্যে রয়েছে - কলেজ অফ নার্সিংয়ে প্রফেসর কাম প্রিন্সিপাল পদ, রয়েছে রেজিস্ট্রার পদ, কলেজ অফ নার্সিংয়েই রয়েছে রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর পদ। এছাড়াও কলেজ অফ নার্সিংয়ে রয়েছে লেকচারার বা অ্যাসিসট্যান্ট প্রফেসর পদ এবং টিউটর বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদ। ১. কলেজ অফ নার্সিংয়ে প্রফেসর কাম প্রিন্সিপাল পদে রয়েছে ১টি শূন্যপদ ২. রেজিস্ট্রার পদে রয়েছে ১টি শূন্যপদ ৩. কলেজ অফ নার্সিয়ে রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছে ২টি শূন্যপদ ৪. কলেজ অফ নার্সিংয়ে লেকচারার বা অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে ৩টি শূন্যপদ রয়েছে ৫. টিউটর বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদে রয়েছে ১৫টি শূন্যপদ। |
AIIMS বিবিনগরে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশের ৩০ দিনের মধ্যে। |
AIIMS বিবিনগরে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা | প্রত্যেকটি বিভাগে নিয়োগের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। যোগ্যতার মাপকাঠি উল্লেখ করা রয়েছে AIIMS বিবিনগরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য : | সংস্থা - AIIMS, বিবিনগর পদ - ৫টি ভিন্ন পদে নিয়োগ হবে শূন্যপদের সংখ্যা - ১৫ আবেদন প্রক্রিয়া - চলছে আবেদন পদ্ধতি- অনলাইন |
AIIMS বিবিনগরে বেতন কাঠামো | ১. কলেজ অফ নার্সিংয়ে প্রফেসর কাম প্রিন্সিপাল পদে পে ম্যাট্রিক্সের লেভেল ১৩ হিসেবে ১,২৩,১০০ থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত দেওয়া হবে ২. রেজিস্ট্রার পদে পে ম্যাট্রিক্সের লেভেল ১২ অনুযায়ী ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে ৩. কলেজ অফ নার্সিয়ে রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর পদে পে ম্যাট্রিক্সের লেভেল ১২ অনুযায়ী, ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে ৪. কলেজ অফ নার্সিংয়ে লেকচারার বা অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে পে ম্যাট্রিক্সের লেভেল ১১ অনুযায়ী, ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত দেওয়া হবে ৫. টিউটর বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদে পে ম্যাট্রিক্সের লেভেল ১০ অনুযায়ী, ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে |
advertisement
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইনে আবেদনের পর প্রার্থীরা তাঁদের আবেদনপত্রের হার্ড কপি ডাউনলোড করে কর্তৃপক্ষের অফিসে পাঠাতে পারেন। ঠিকানা- All India Institute of Medical Sciences, Bibinagar Hyderabad Metropolitan Region (HMR), Telangana-508126, India।
কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে কেউ যদি একের অধিক পদে আবেদন করতে চান, তাহলে তাঁকে আলাদা আলাদা করে আবেদন করে, আলাদা আলাদা করে আবেদন পত্রের ফি জমা দিতে হবে।
advertisement
আরও পড়ুন: ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করবে UPSC, আবেদন শুরু হয়েছে
Location :
First Published :
September 13, 2021 5:34 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
AIIMS Bibinagar Recruitment 2021: ২২টি পদের জন্য নিয়োগ করবে AIIMS, জানুন বিশদে!