UPSC Recruitment 2021: ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করবে UPSC, আবেদন শুরু হয়েছে

Last Updated:

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে upsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন। (UPSC Recruitment 2021)

#নয়াদিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission), সংক্ষেপে UPSC-র বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে UPSC-র পক্ষ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (টেকনিক্যাল) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
UPSC DCIO recruitment 2021: আবেদনের তারিখবর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। তবে এই নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রাহ্য করা হবে না বলে জানানো হয়েছে।
UPSC DCIO recruitment 2021: শূন্যপদের সংখ্যাকমিশনের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UPSC DCIO recruitment 2021: বিশেষ ঘোষণাDCIO হল নন-মিনিস্ট্রিয়াল, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ-এ গেজেটেড একটি পদ। নির্বাচিত প্রার্থীদের নিউ দিল্লিতে নিয়োগ করা হবে। তবে প্রার্থীদের ট্রান্সফারও করা হতে পারে। নির্বাচন পরবর্তীতে প্রার্থীদের অপারেশন এবং মেন্টেনেন্স অফ কমিউনিকেশন নেটওয়ার্ক/ ইকুইপমেন্টস, মেন্টেনেন্স এবং অপারেশন অফ সাইবার সিকিউরিটি, ফরেনসিক ইকুইপমেন্টস ইত্যাদি ডিসিপ্লিনে কাজ করতে হবে।
UPSC DCIO recruitment 2021: শিক্ষাগত যোগ্যতাযে সকল প্রার্থীদের ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এবং টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ সায়েন্স (ইনফরমেশন টেকনোলজি), মাস্টার অফ সায়েন্স (সফটওয়্যার/ কম্পিউটার সায়েন্স) ইত্যাদিতে ব্যাচেলর ডিগ্রি রয়েছে তাঁরা আবেদন করতে পারেন।
UPSC DCIO recruitment 2021: বয়সসীমাআবেদনের শেষ তারিখ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ ৩৫ বছর, SC/ST ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর, OBC ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন

পদের নাম: ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (টেকনিক্যাল)

শূন্যপদের সংখ্যা: ১০

কাজের স্থান: ট্রান্সফারেবল কাজ

কাজের ধরন: সরকারি কাজ

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: B.E. or B.Tech অথবা B.Sc (ইঞ্জিনিয়ারিং)

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন করতে হবে

আবেদনের শেষ দিন: ৩০-০৯-২০২১

advertisement
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে upsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UPSC Recruitment 2021: ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করবে UPSC, আবেদন শুরু হয়েছে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement