TRENDING:

ASRB Recruitment 2021: এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে ৯০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Last Updated:

ASRB Recruitment 2021: প্রথম ধাপে ৬টি পদের জন্য ১৫ নভেম্বর, ২০২১ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের (Agricultural Scientists Recruitment Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রিসার্চ ম্যানেজমেন্ট (research management) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে http://www.asrb.org.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Agricultural Scientists Recruitment Board
Agricultural Scientists Recruitment Board
advertisement

ASRB Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মূলত দু'টি ধাপে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথম ধাপে ৬টি পদের জন্য ১৫ নভেম্বর, ২০২১ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অন্যান্য পদগুলির জন্য ২৫ নভেম্বর, ২০২১ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই http://www.asrb.org.in আবেদনপত্র পেয়ে যাবেন।

advertisement

আরও পড়ুন- মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !

এই লিঙ্ক ছাড়া অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ASRB Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ৯০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড (Agricultural Scientists Recruitment Board)

পদের নাম: রিসার্চ ম্যানেজমেন্ট

শূন্যপদের সংখ্যা: ৯০

কাজের স্থান: ভারত

কাজের ধরন: চুক্তি ভিত্তিক (৫ বছরের জন্য)

advertisement

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: প্রথম ধাপ- ১৫.১১.২০২১/ দ্বিতীয় ধাপ- ২৫.১১.২০২১

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

ASRB Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত ঘোষণা

advertisement

নির্বাচিত প্রার্থীদের প্রয়োজন অনুসারে বোর্ডের যে কোনও ইউনিটে ৫ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

আরও পড়ুন-ICAR-IIWM-এ গবেষণার সুযোগ! নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

ASRB Recruitment 2021: আবেদন ফি

প্রার্থীদের ১৫০০ টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। অন্য দিকে ,তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না। প্রার্থীদের প্রতিটি পদে জন্য আলাদা আবেদন ফি জমা দিতে হবে। জমা দেওয়া আবেদন ফি কোনও ভাবে পরবর্তীতে ফেরত দেওয়া হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে ইচ্ছুক প্রার্থীরা এই লিঙ্কটি http://asrb.org.in/images/Vacancy_Notification_Advt._No._01-2021_for_RMP_Positions_of_ICAR.pdf দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ASRB Recruitment 2021: এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে ৯০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল