AAI Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই https://www.aai.aero/en/recruitment/release/232840 আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
AAI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৬৩
কাজের স্থান: মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ এবং গোয়া
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: নির্দিষ্ট ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা
বেতনক্রম: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মাসিক ১৫ হাজার টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মাসিক ১২ হাজার টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩০.১১.২০২১
AAI Recruitment 2021: বিশেষ ঘোষণা
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাদেশিক হেডকোয়ার্টার পশ্চিমাঞ্চলের তরফে এই আবেদনপত্র গ্রহণ করা হবে।
AAI Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে ডিপ্লোমা এবং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ এবং গোয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীদের অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১/ ২০১৪ অনুসারে সমস্ত রকমের যোগ্যতা থাকা বাঞ্ছনীয়।
প্রার্থীদের AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। ০১.০৩.২০১৯ সাল বা তার পরে উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মাত্র আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- চাকরির মেগা খবর! ২৭৮৯ পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
AAI Recruitment 2021: ফেলোশিপ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৫ হাজার টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক ১২ হাজার টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন- টাটা মেমোরিয়াল সেন্টারে ফিজিসিস্ট, অফিসার পদে নিয়োগ! আবেদন করুন শীঘ্র
AAI Recruitment 2021: আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে (National Apprenticeship Training Scheme) নিজেদের নাম রেজিস্টার করাতে হবে; তার পর এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পোর্টালে নাম রেজিস্টার করিয়ে আবেদন করতে হবে।