TRENDING:

Job Vacancy: ৪৫০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

South Eastern Coalfields Limited Apprentices Recruitment: ইচ্ছুক প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (South Eastern Coalfields Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। মাইনিং এবং মাইন সার্ভেয়িং বিভাগে গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। মূলত অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অ্যামেন্ডমেন্ট অনুযায়ী প্রার্থীদের এক বছরের চুক্তির ভিত্তিতে ট্রেনিংয়ে নিয়োগ করা হবে।
 Recruitment for 450 Job vacancy- Photo- Repesentative
Recruitment for 450 Job vacancy- Photo- Repesentative
advertisement

South Eastern Coalfields Limited Apprentices Recruitment: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে SECL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন- Job Vacancy: বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে NIT আগরতলা, আবেদন সত্বর!

advertisement

South Eastern Coalfields Limited Apprentices Recruitment: শিক্ষাগত যোগ্যতা

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সকল প্রার্থীরা সরকার স্বীকৃত ইন্সটিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং বা মাইনিংয়ে ডিপ্লোমা রয়েছে অথবা মাইন সার্ভেয়িং ডিপ্লোমা করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। উল্লিখিত ডিগ্রি ছাড়াও সমযোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অ্যাপ্রেন্টিস পদে আবেদনের যোগ্য। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের সরকার স্বীকৃত ইন্সটিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অন্যদিকে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের মাইনিং ইঞ্জিনিয়ারিং বা মাইনিং ডিপ্লোমায় ৩ বছরের ডিগ্রি থাকতে হবে।

advertisement

আরও পড়ুন -Snakes নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা, Dinosaursদের অবলুপ্তির পরেই কীভাবে এল সাপ

South Eastern Coalfields Limited Apprentices Recruitment: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫০টি পদ রয়েছে বলে জানানও হয়েছে। এদের মধ্যে ৩১০টি পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং বাকি পদ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য নির্ধারণ করা হয়েছে।

advertisement

South Eastern Coalfields Limited Apprentices Recruitment: বিশেষ ঘোষণা

ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশে বলা হয়েছে, অ্যাপ্রেন্টিস পোর্টালের www.mhrdnats.gov. in মাধ্যমে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের প্রেরিত আবেদনপত্র মেইল/ পোস্ট বা অন্য কোনও মাধ্যমেই গ্রহণ করা হবে না।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (SECL)

পদের নাম: অ্যাপ্রেন্টিস

advertisement

শূন্যপদের সংখ্যা: ৪৫০

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: মাইনিং ইঞ্জিনিয়ারিং/ মাইনিং/ মাইন সার্ভেয়িং ডিপ্লোমা

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আবেদনের শেষ দিন: ০৫.১০.২০২১

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ৪৫০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল