Job Vacancy: বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে NIT আগরতলা, আবেদন সত্বর!

Last Updated:

Job Vacancy: আবেদন করা যাচ্ছে NIT আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট nita.ac.in থেকে। প্রক্রিয়াটি চলবে এই মাসের শেষ পর্যন্ত।

Job Vacancy for Non Teaching Staff -Photo- Representative
Job Vacancy for Non Teaching Staff -Photo- Representative
#আগরতলা: অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ (Job Vacancy) করতে চলেছে NIT আগরতলা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাচ্ছে NIT আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট nita.ac.in থেকে। প্রক্রিয়াটি চলবে এই মাসের শেষ পর্যন্ত। চাকরি পাবেন অশিক্ষক কর্মীরা (Job for Non teaching staff)৷
NIT আগরতলায় নিয়োগে শূন্যপদের (Job Vacancy) বিবরণ
advertisement
বেশ কয়েকটি অশিক্ষক কর্মচারি পদে বিভিন্ন বিভাগে নিয়োগ হবে।  -
১. ডেপুটি রেজিস্ট্রার পদে ৪টি শূন্যপদ
২. ডেপুটি লাইব্রেরিয়ান পদে ১টি শূন্যপদ
advertisement
৩. অ্য়াসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে পদে ২টি শূন্যপদ
৪. অ্য়াসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে রয়েছে ১টি শূন্যপদ
৫. একজিকিউটিভ ইঞ্জিনিয়ার- সিভিল পদে রয়েছে ১টি শূন্যপদ
৬. সিনিয়র মেডিক্যাল অফিসার পদে রয়েছে ১টি শূন্যপদ
৭. মেডিক্যাল অফিসার পদে রয়েছে ২টি শূন্যপদ
৮. স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার পদে রয়েছে ২টি শূন্যপদ
৯. সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার পদে রয়েছে ৩টি শূন্যপদ
advertisement
১০. সুপারিনটেনডেন্ট পদে রয়েছে ৫টি শূন্যপদ
১১. পার্সোনাল অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ১টি শূন্যপদ
১২. টেকনিক্যাল অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ৭টি শূন্যপদ
১৩. অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- সিভিল পদে রয়েছে ২টি শূন্যপদ
১৪. অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র- সিভিল / ইলেকট্রিক্যাল পদে রয়েছে ৪টি শূন্যপদ
১৫. জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল/ ইলেকট্রিক্যাল পদে রয়েছে ৭টি শূন্যপদ
১৬. লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ৫টি শূন্যপদ
advertisement
১৭. SAS অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ২টি শূন্যপদ
১৮. ফার্মাসিস্ট পদে রয়েছে ১টি শূন্যপদ
১৯. অফিসার অ্যাটেনডেন্ট বা ল্যাব অ্যাটেনডেন্ট পদে রয়েছে ১১টি শূন্যপদ
২০. জুনিয়র অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ১০টি শূন্যপদ
২১. সিনিয়র ন পদে রয়েছে ৬টি শূন্যপদ
২২. টেকনিশিয়ান পদে রয়েছে ১৮টি শূন্যপদ
২৩. সিনিয়র টেকনিশিয়ান পদে রয়েছে ৯টি শূন্যপদ
advertisement
NIT আগরতলায় নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
NIT আগরতলায় নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
কোন পদে কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে যে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। তবে, তথ্যের জন্য NIT আগরতলার ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটি দেখে নেওয়া যেতে পারে।
advertisement
NIT আগরতলায় বেতন কাঠামো
বিভিন্ন পদে বিভিন্ন পে স্কেলে বেতন দেওয়া হবে। প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নোটিফিকেশনে এই তথ্যটিও মিলবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা - NIT আগরতলা
শূন্যপদ - ১০৫
পদ - বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ
বেতন - বিভিন্ন বিভাগে বেতন কাঠামো ভিন্ন
বয়সসীমা - জানানো হয়নি
advertisement
আবেদন শুরু - আবেদন প্রক্রিয়া চলছে
আবেদনের শেষ তারিখ - ৩০.০৯.২০২১
আবেদনের মাধ্যম - অনলাইন
আবেদন করা যাবে - nita.ac.in থেকে
নিয়োগ প্রক্রিয়া - জানানো হয়নি
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে NIT আগরতলা, আবেদন সত্বর!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement