Virat Kohli Captaincy Dispute: সংসারের মতোই ভারতীয় ড্রেসিংরুমে দীর্ঘদিনের লুকানো অশান্তি, বিরাট কোহলি -র বিরুদ্ধে অনেক ক্ষোভ

Last Updated:
বিসিসিআই আর বিরাট কোহলি (BCCI and Virat Kohli) সম্পর্কও কি তলানিতে, কতদিন অবধি একদিনের ক্রিকেটের অধিনায়ক (ODI captaincy) থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)৷
1/8
বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলের অধিনায়ক, কিন্তু হঠাৎ করেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রবল বিতর্ক (Virat Kohli Captaincy Dispute) শুরু হয়েছে৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর টি টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না জানিয়েছেন কোহলি৷ আবার রবিবার জানিয়েছেন এই মরশুমের পর আইপিএলে আরসিবি-র অধিনায়কত্বও করবেন না৷ কিন্তু কোহলির একদিনের অধিনায়কত্ব (ODI Captain) থাকবে কিনা তা ঝুলে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ র (T20 World Cup 2021) পারফরম্যান্সের ওপর৷ Photo- File
বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলের অধিনায়ক, কিন্তু হঠাৎ করেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রবল বিতর্ক (Virat Kohli Captaincy Dispute) শুরু হয়েছে৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর টি টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না জানিয়েছেন কোহলি৷ আবার রবিবার জানিয়েছেন এই মরশুমের পর আইপিএলে আরসিবি-র অধিনায়কত্বও করবেন না৷ কিন্তু কোহলির একদিনের অধিনায়কত্ব (ODI Captain) থাকবে কিনা তা ঝুলে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ র (T20 World Cup 2021) পারফরম্যান্সের ওপর৷ Photo- File
advertisement
2/8
হঠাৎ কেন বদলে গেল বিরাট কোহলির পরিস্থিতি ৷ একেবারে জামাই আদর থেকে এভাবে কার্যত ছুঁড়ে ফেলে দেওয়ার পরিস্থিতি উদ্ভব হল৷ বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বিতর্কে ড্রেসিংরুমের বিভিন্ন তত্ত্ব মিডিয়ার হাতে উঠে এসেছে৷ প্রথম তত্ত্ব অনুযায়ি রোহিত শর্মা নিজের অধিনায়কত্বের ক্ষমতা বারবার প্রমাণ করেছেন৷ যখনই যেখনে দায়িত্ব দেওয়া হয়েছে সাফল্যের সঙ্গে তা পালন করেছেন৷ ২০১৭ সালে অনিল কুম্বলকে হঠাৎই ভারতের কোচের পদ ছাড়তে হয়৷ আর কোনওরকমে নিয়মকানুন জোড়াতালি দিয়ে লাগিয়ে রবি শাস্ত্রীকে কোচ করে দেওয়া হয়৷ Photo- File
হঠাৎ কেন বদলে গেল বিরাট কোহলির পরিস্থিতি ৷ একেবারে জামাই আদর থেকে এভাবে কার্যত ছুঁড়ে ফেলে দেওয়ার পরিস্থিতি উদ্ভব হল৷ বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বিতর্কে ড্রেসিংরুমের বিভিন্ন তত্ত্ব মিডিয়ার হাতে উঠে এসেছে৷ প্রথম তত্ত্ব অনুযায়ি রোহিত শর্মা নিজের অধিনায়কত্বের ক্ষমতা বারবার প্রমাণ করেছেন৷ যখনই যেখনে দায়িত্ব দেওয়া হয়েছে সাফল্যের সঙ্গে তা পালন করেছেন৷ ২০১৭ সালে অনিল কুম্বলকে হঠাৎই ভারতের কোচের পদ ছাড়তে হয়৷ আর কোনওরকমে নিয়মকানুন জোড়াতালি দিয়ে লাগিয়ে রবি শাস্ত্রীকে কোচ করে দেওয়া হয়৷ Photo- File
advertisement
3/8
এরকমই বিরাটের কপালেও হতে পারে৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে যদি বিরাট কোহলি ট্রফি জিততে না পারেন তাহলে ওয়ান ডে দলেও তাঁকে শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই দলে থাকতে হওয়ার সম্ভবনা প্রবল৷ কারণ রোহিত শর্মা ইতিমধ্যেই নিজের জায়গা বানিয়ে নিয়েছেন৷ Photo- File
এরকমই বিরাটের কপালেও হতে পারে৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে যদি বিরাট কোহলি ট্রফি জিততে না পারেন তাহলে ওয়ান ডে দলেও তাঁকে শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই দলে থাকতে হওয়ার সম্ভবনা প্রবল৷ কারণ রোহিত শর্মা ইতিমধ্যেই নিজের জায়গা বানিয়ে নিয়েছেন৷ Photo- File
advertisement
4/8
রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করে দলকে পাঁচবার ট্রফি দিয়েছেন৷ তাঁর নেতৃত্বে প্রতিবার তরুণদের নিয়ে তৈরি দল দারুণ পারফর্ম করে এমনটাই যুক্তি দিচ্ছে ওয়াকিবহাল মহল৷ এমনকি তাঁদের দাবি আইপিএলের পারফরম্যান্সের নিরিখে তিনি তিনটি আইসিসি ট্রফি দেওয়া মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি সফল৷ Photo- File
রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করে দলকে পাঁচবার ট্রফি দিয়েছেন৷ তাঁর নেতৃত্বে প্রতিবার তরুণদের নিয়ে তৈরি দল দারুণ পারফর্ম করে এমনটাই যুক্তি দিচ্ছে ওয়াকিবহাল মহল৷ এমনকি তাঁদের দাবি আইপিএলের পারফরম্যান্সের নিরিখে তিনি তিনটি আইসিসি ট্রফি দেওয়া মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি সফল৷ Photo- File
advertisement
5/8
বিরাট নাকি ভীষণভাবে নিজের মেজাজ নিয়ে থাকেন এবং কখনও তাঁর নিজের ইচ্ছা অন্যেদর ওপর চাপিয়ে দেন- সম্প্রতি ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুম থেকে এই কেচ্ছাও সামনে চলে এসেছে৷ বিরাট কোহলি সতীর্থ ক্রিকেটারদের বিশ্বাস হারিয়েছেন৷ তিনি নাকি সকলকে সঙ্গে নিয়ে চলতে পারেন না৷ তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তগুলি সেদিকেই ইঙ্গিত করে৷ Photo- File
বিরাট নাকি ভীষণভাবে নিজের মেজাজ নিয়ে থাকেন এবং কখনও তাঁর নিজের ইচ্ছা অন্যেদর ওপর চাপিয়ে দেন- সম্প্রতি ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুম থেকে এই কেচ্ছাও সামনে চলে এসেছে৷ বিরাট কোহলি সতীর্থ ক্রিকেটারদের বিশ্বাস হারিয়েছেন৷ তিনি নাকি সকলকে সঙ্গে নিয়ে চলতে পারেন না৷ তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তগুলি সেদিকেই ইঙ্গিত করে৷ Photo- File
advertisement
6/8
টেস্ট বিশ্বকাপের ফাইনালে সাউদাম্পটনে তিনি দু জন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলেন৷ এছাড়া ২০১৯-ক্রিকেট বিশ্বকাপে তিনি চার নম্বরে কোনও একজন ক্রিকেটারকে সেট হতে দেননি৷ এছাড়া অশ্বিনকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টি টেস্টের কোনটিতেই অশ্বিনকে প্রথম একাদশে সুযোগ দেননি৷ Photo- File
টেস্ট বিশ্বকাপের ফাইনালে সাউদাম্পটনে তিনি দু জন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলেন৷ এছাড়া ২০১৯-ক্রিকেট বিশ্বকাপে তিনি চার নম্বরে কোনও একজন ক্রিকেটারকে সেট হতে দেননি৷ এছাড়া অশ্বিনকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টি টেস্টের কোনটিতেই অশ্বিনকে প্রথম একাদশে সুযোগ দেননি৷ Photo- File
advertisement
7/8
অ্যাডিলেড টেস্টের আগে কিন্তু ছবিটা এরকম ছিল না৷ তাঁর সমস্ত সিদ্ধান্ত নেওয়াকে একবাক্যে সবাই মেনে নিতেন, কিন্তু সেই টেস্টে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরেই ছবিটা একেবারে বদলে যায়৷ তাঁর ছুটি নেওয়ার প্রসঙ্গও ওঠে৷ বলা হয়েছে বিরাট কোহলি না থাকাকালীন দলের প্লেয়ররা বেশি একজোট হয়ে থাকেন৷ আর এর ফলাফল দেখা গিয়েছিল ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছিল৷ Photo- File
অ্যাডিলেড টেস্টের আগে কিন্তু ছবিটা এরকম ছিল না৷ তাঁর সমস্ত সিদ্ধান্ত নেওয়াকে একবাক্যে সবাই মেনে নিতেন, কিন্তু সেই টেস্টে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরেই ছবিটা একেবারে বদলে যায়৷ তাঁর ছুটি নেওয়ার প্রসঙ্গও ওঠে৷ বলা হয়েছে বিরাট কোহলি না থাকাকালীন দলের প্লেয়ররা বেশি একজোট হয়ে থাকেন৷ আর এর ফলাফল দেখা গিয়েছিল ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছিল৷ Photo- File
advertisement
8/8
এদিকে বিসিসিআই (BCCI) এখনও অবধি বিরাটের অধিনায়কত্ব নিয়ে অদ্ভুতভাবে মুখে কুলুপ এঁটে রেখেছে৷ বিরাট টি টোয়েন্টি অধিনায়কত্ব ঘোষণার দিন বোর্ডের পক্ষ থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বোর্ড সচিব জয় শাহের যৌথ বিবৃতি বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়৷ ব্যাস ওইটুকুই তারপর ফুলস্টপ৷ ২০২৩ অবধি বিরাট দলের অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে একটা শব্দও বলা হয়নি৷ ওয়াকিবহালের ধারণা এভাবেই বিরাটের ওপর পরোক্ষ চাপ তৈরি করছে বিসিসিআই, পারফর্ম করো, নইলে সরে যাও- এই ইশারা দিতেই ছিল বোর্ডের পক্ষে জারি করা ধন্যবাদের বিজ্ঞপ্তি৷ Photo- File
এদিকে বিসিসিআই (BCCI) এখনও অবধি বিরাটের অধিনায়কত্ব নিয়ে অদ্ভুতভাবে মুখে কুলুপ এঁটে রেখেছে৷ বিরাট টি টোয়েন্টি অধিনায়কত্ব ঘোষণার দিন বোর্ডের পক্ষ থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বোর্ড সচিব জয় শাহের যৌথ বিবৃতি বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়৷ ব্যাস ওইটুকুই তারপর ফুলস্টপ৷ ২০২৩ অবধি বিরাট দলের অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে একটা শব্দও বলা হয়নি৷ ওয়াকিবহালের ধারণা এভাবেই বিরাটের ওপর পরোক্ষ চাপ তৈরি করছে বিসিসিআই, পারফর্ম করো, নইলে সরে যাও- এই ইশারা দিতেই ছিল বোর্ডের পক্ষে জারি করা ধন্যবাদের বিজ্ঞপ্তি৷ Photo- File
advertisement
advertisement
advertisement