JNU Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
JNU Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা | জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University) |
| পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট প্রফেসর |
| শূন্যপদের সংখ্যা | ৩৮ |
| কাজের স্থান: | নয়াদিল্লি |
| কাজের ধরন | সরকারি |
| নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
| আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা | মাস্টার্সে ৫৫% নম্বর সহ উত্তীর্ণ, UGC বা CSIR-এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ বা পিএইচডি ডিগ্রি |
| বেতনক্রম | মাসিক ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা |
| আবেদন পদ্ধতি: আবেদনের শেষ তারিখ: | অনলাইন ০২.০৫.২০২২ |
JNU Recruitment 2022: আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে ৫৫% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। UGC বা CSIR দ্বারা অনুষ্ঠিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে বা UGC দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
JNU Recruitment 2022: বেতন
৭ম সিপিসি অনুযায়ী প্রার্থীদের জন্য মাসিক ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয় আরও বিস্তারিত এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে http://jnu.ac.in/sites/default/files/career/AdvtNo-RC-63-2022_AssistantProfessor.pdf ক্লিক করে জানতে পারেন।
JNU Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে www.jnu.ac.in গিয়ে আবেদনের নোটিশটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সহকারে প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করে জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
