জেট এয়ারওয়েজের ঘোষণা অনুযায়ী, খুব শীঘ্রই বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। কোম্পানির তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের থেকে কোম্পানি শীঘ্রই আবেদনপত্র চাইবে।
আরও পড়ুন- হিন্দুস্তান কপার লিমিটেড-এ ট্রেনিংয়ের সুযোগ, ঝটপট আবেদন করুন
এয়ারলাইনের ট্যুইটে বলা হয়েছে, "আমরা ক্রমাগত বিভিন্ন প্রার্থীদের থেকে রিক্রুটমেন্ট, প্লেসমেন্টের জন্য আবেদন পাচ্ছি। আমরা প্রার্থীদের কাছে কৃতজ্ঞ যে তাঁরা জেট এয়ারওয়েজ নিয়ে এভাবে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে অপারেশনাল রোলের জন্য (ক্রু, এয়ারপোর্ট স্টাফ, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান) আমরা ইতিমধ্যে অনেক সিভি পেয়েছি৷ আমরা শীঘ্রই, সম্ভবত আগামী সপ্তাহে উল্লিখিত পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করব৷"
advertisement
কোম্পানি এর সঙ্গে আরও বলেছে যে, প্রার্থীরা যেন কোম্পানির বিভিন্ন নিয়োগ সংক্রান্ত আপডেটের জন্য অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে নজর রাখেন, "প্রার্থীরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বিভিন্ন পোস্টিং, রিক্রুটমেন্ট ইভেন্ট এবং আরও আপডেটের জন্য ফলো করুন। বিজ্ঞাপন প্রকাশ হলে এখানেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যাবতীয় নির্দেশাবলী দেওয়া থাকবে। প্রার্থীরা সেই পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারবেন’।
সিইও ট্যুইট করে আরও বলেছেন, "এখনও পর্যন্ত সীমিত সংখ্যাতেই আমরা প্রভিং ফ্লাইট এবং AOC-র জন্য অপারেশনাল রোলে প্রার্থী নিয়োগ করেছি। বর্তমান AOC-এর পরে আমরা ফের অপারেশনাল রোলে স্বচ্ছ ভাবে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেব। জেট এয়ারওয়েজকে ফিরিয়ে এনে আমরা আবার কাজ শুরু করে ইতিহাস তৈরি করার সুযোগ পাব।"
আরও পড়ুন- পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেলে তাকে লেটার মার্কস কেন বলা হয়?
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, এই কোম্পানি ২০১৯ সালে ঋণের বোঝায় দেউলিয়া হয়ে যাওয়ায় বন্ধের মুখে পড়েছিল। এর নতুন মালিক- দুবাই নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মুরারি লাল জালান (Murari Lal Jalan), ফ্লোরিয়ান ফ্রিটস (Florian Fritsch) এবং কালরক ক্যাপিটাল ম্যানেজমেন্ট ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে আবার কোম্পানির লুপ্ত মহিমা পুনরুদ্ধার করতে চাইছেন।