HCL Recruitment 2022: হিন্দুস্তান কপার লিমিটেড-এ ট্রেনিংয়ের সুযোগ, ঝটপট আবেদন করুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে। আবেদন করার শেষ দিন ১৩ মে, ২০২২ তারিখ পর্যন্ত।
#নয়াদিল্লি: সম্প্রতি হিন্দুস্তান কপার লিমিটেডের (Hindustan Copper Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
HCL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে। আবেদন করার শেষ দিন ১৩ মে, ২০২২ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
HCL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপের চুক্তির সময় আগামী ১২ মাসের জন্য নির্ধারিত হবে। অ্যাপ্রেন্টিসশিপ সমাপ্তির পর চাকরি দেওয়া হবে না। তাই প্রার্থীরা কোনও রকম চাকরির দাবি উত্থাপন করতে পারবেন না।
সরাসরি আবেদনের লিঙ্ক-
advertisement
HCL Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
মাইনিং অ্যাপ্রেন্টিসশিপ- ২১টি পদ
ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ- ১১টি পদ
মেকানিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ- ১০টি পদ
সিভিল অ্যাপ্রেন্টিসশিপ- ৩টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সম্প্রতি হিন্দুস্তান কপার লিমিটেড (Hindustan Copper Limited)
advertisement
পদের নাম | গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ৪৫ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৩.০৪.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৩.০৫.২০২২ |
advertisement
HCL Recruitment 2022: বিশেষ ঘোষণা
যে সকল প্রার্থীরা ২০২১, ২০২০ এবং ২০১৯ সালে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছেন তাঁরাই আবেদনের যোগ্য।
HCL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের AICTE দ্বারা স্বীকৃতি প্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পূর্ণকালীন সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
advertisement
HCL Recruitment 2022: আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (National Apprenticeship Training Scheme) ওয়েবসাইটে www.mhrdnats.gov.in গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। এরপর প্রার্থীদের হিন্দুস্তান কপার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে www.hindustancopper.com গিয়ে বিভিন্ন তথ্য ও ডকুমেন্ট সহ আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে ভবিষ্যতের জন্য একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে হবে।
Location :
First Published :
April 26, 2022 8:20 PM IST