আরও পড়ুন- বিচিত্র! এই সিনেমা দেখতে হলে আপনাকে বাঁচতে হবে ২১১৫ সাল অবধি, দেখুন টিজার
প্রথম সেশনের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা JEE মেইন-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ জানানো হবে।
advertisement
আরও পড়ুন- বিজেপিই একমাত্র দল যা দেশকে সব কিছুর ঊর্ধ্বে রাখে! প্রতিষ্ঠা দিবসে দাবি যোগীর
JEE মেইন 2022: কীভাবে আবেদন করবেন
পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে
JEE Main-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যাবেন।
হোম পেজে JEE মেইন 2022 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন।
রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য লিখে সাবমিটে ক্লিক করবেন।
অ্যাকাউন্টে লগইন করে আবেদনপত্র পূরণ করবেন।
প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন মূল্য জমা করবেন।
সমস্তটা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন।
প্রয়োজনের জন্য একটি হার্ড কপি ডাউনলোড করে রাখবেন।