TRENDING:

JEE Mains Exam Dates Rescheduled: একমাসেরও বেশি পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার তারিখ, দেখে নিন নয়া সূচি

Last Updated:

JEE Mains Exam Dates: প্রথম সেশনের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
JEE Mains Exam Dates Rescheduled: ফের বদল হল JEE মেন পরীক্ষার সূচি! ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে পরীক্ষা পিছিয়ে গিয়েছে এক মাসেরও বেশি। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে ২০ জুন থেকে। পড়ুয়াদের দাবি মেনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে NTA। আগের সূচি অনুযায়ী পরীক্ষাটি আয়োজিত হওয়ার কথা ছিল চলতি বছরের ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। কোন শহরে কবে পরীক্ষা তার তথ্য এপ্রিলের প্রথম সপ্তাহেই মেলার কথা ছিল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানিয়েছিল এনটিএ। নতুন সূচি অনুযায়ী প্রথম সেশনের পরীক্ষা হবে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ জুন। দ্বিতীয় সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪, ২৫, ২৬, ২৭, ২৭ এবং ২৯ মে। তার বদলে এই পরীক্ষা আয়োজিত হবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ জুলাই। বাকি বিশদ জানানো হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইটে।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুন- বিচিত্র! এই সিনেমা দেখতে হলে আপনাকে বাঁচতে হবে ২১১৫ সাল অবধি, দেখুন টিজার

প্রথম সেশনের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা JEE মেইন-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ জানানো হবে।

advertisement

আরও পড়ুন- বিজেপিই একমাত্র দল যা দেশকে সব কিছুর ঊর্ধ্বে রাখে! প্রতিষ্ঠা দিবসে দাবি যোগীর

JEE মেইন 2022: কীভাবে আবেদন করবেন

পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে

JEE Main-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যাবেন।

হোম পেজে JEE মেইন 2022 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন।

রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য লিখে সাবমিটে ক্লিক করবেন।

advertisement

অ্যাকাউন্টে লগইন করে আবেদনপত্র পূরণ করবেন।

প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন মূল্য জমা করবেন।

সমস্তটা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রয়োজনের জন্য একটি হার্ড কপি ডাউনলোড করে রাখবেন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Mains Exam Dates Rescheduled: একমাসেরও বেশি পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার তারিখ, দেখে নিন নয়া সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল