TRENDING:

মাধ্যমিকে প্রথম, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে, এবার JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে '১ নম্বর' বাংলার দেবদত্তা!

Last Updated:

JEE Advanced 2025 Result: বর্ধমানের দেবদত্তা মাঝি JEE Advanced 2025-এ মেয়েদের মধ্যে সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেছে। আইআইটি খড়গপুর জ়োনে শীর্ষস্থান অধিকার করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ, ২ জুন প্রকাশিত হল চলতি বছরের JEE Advanced 2025-এর ফলাফল। এই পরীক্ষার আয়োজন করেছিল আইআইটি কানপুর। রাজ্যের জন্য গর্বের বিষয়—বর্ধমানের দেবদত্তা মাঝি মেয়েদের মধ্যে সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেছে। একইসঙ্গে, সে আইআইটি খড়গপুর জ়োনে শীর্ষস্থান অধিকার করেছে।
মাধ্যমিকে প্রথম ছিলেন, উচ্চ মাধ্যমিকেই দশের মধ্যে! এবার JEE সর্বভারতীয় স্তরেও '১ নম্বর' দেবদত্তা মাঝি!
মাধ্যমিকে প্রথম ছিলেন, উচ্চ মাধ্যমিকেই দশের মধ্যে! এবার JEE সর্বভারতীয় স্তরেও '১ নম্বর' দেবদত্তা মাঝি!
advertisement

দেবদত্তা পেয়েছে ৩৬০-র মধ্যে ৩১২ নম্বর। কমন র‍্যাঙ্ক লিস্টে তার স্থান ১৬তম। রাজ্য বোর্ডের এক ছাত্রী যে এই প্রথম আইআইটির মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে—তা নিঃসন্দেহে নজিরবিহীন।

আরও পড়ুন-রেলের AC ওয়েটিং রুমে বসে ‘ম্যাডাম’, হাত থেকে পার্স পড়ে যেতে যেই ঝুঁকলেন…! যাত্রীদের চোখ গেল সেই জায়গায়! উন্মোচিত গোপন রহস্য!

advertisement

সাপের গ্রাম! দেশে এমনটি আর কোথাও নেই…মানুষের পাশে কিলবিল করছে ‘প্রতিবেশী’ সাপ! কোথায় জানেন?

দেবদত্তার আগের কৃতিত্ব:

  • ২০২৩ সালের মাধ্যমিকে পেয়েছিল ৬৯৭ নম্বর
  • JEE Mains 2025-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০ এনটিএ স্কোর, রাজ্যে প্রথম

‌উত্তীর্ণদের পরিসংখ্যান:

  • ‌মোট পরীক্ষার্থী: ১,৮০,৪২২ জন
  • ‌উত্তীর্ণ: ৫৪,৩৭৮ জন
  • ‌খড়গপুর জোন থেকে উত্তীর্ণ: ৫,৩৫৩ জন
  • advertisement

অন্যদিকে, সর্বভারতীয় কমন র‌্যাঙ্ক লিস্টে শীর্ষে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত, যিনি পেয়েছেন ৩৩২ নম্বর। তিনি আগেও JEE Mains-এ দেশের মধ্যে ১৬ নম্বর র‌্যাঙ্ক করেছিলেন। দিল্লি জোন থেকে এবার উত্তীর্ণ হয়েছেন ১১,৩৭০ জন, প্রথম দশে রয়েছেন ৪ জন।

দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি খড়্গপুর জ়োন থেকে মোট ৫,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম ১০-এ যদিও কোনও প্রার্থীই জায়গা করে নিতে পারেননি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
মাধ্যমিকে প্রথম, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে, এবার JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে '১ নম্বর' বাংলার দেবদত্তা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল