দেবদত্তা পেয়েছে ৩৬০-র মধ্যে ৩১২ নম্বর। কমন র্যাঙ্ক লিস্টে তার স্থান ১৬তম। রাজ্য বোর্ডের এক ছাত্রী যে এই প্রথম আইআইটির মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে—তা নিঃসন্দেহে নজিরবিহীন।
advertisement
সাপের গ্রাম! দেশে এমনটি আর কোথাও নেই…মানুষের পাশে কিলবিল করছে ‘প্রতিবেশী’ সাপ! কোথায় জানেন?
দেবদত্তার আগের কৃতিত্ব:
- ২০২৩ সালের মাধ্যমিকে পেয়েছিল ৬৯৭ নম্বর
- JEE Mains 2025-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০ এনটিএ স্কোর, রাজ্যে প্রথম
উত্তীর্ণদের পরিসংখ্যান:
- মোট পরীক্ষার্থী: ১,৮০,৪২২ জন
- উত্তীর্ণ: ৫৪,৩৭৮ জন
- খড়গপুর জোন থেকে উত্তীর্ণ: ৫,৩৫৩ জন
অন্যদিকে, সর্বভারতীয় কমন র্যাঙ্ক লিস্টে শীর্ষে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত, যিনি পেয়েছেন ৩৩২ নম্বর। তিনি আগেও JEE Mains-এ দেশের মধ্যে ১৬ নম্বর র্যাঙ্ক করেছিলেন। দিল্লি জোন থেকে এবার উত্তীর্ণ হয়েছেন ১১,৩৭০ জন, প্রথম দশে রয়েছেন ৪ জন।
দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি খড়্গপুর জ়োন থেকে মোট ৫,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম ১০-এ যদিও কোনও প্রার্থীই জায়গা করে নিতে পারেননি।