উপত্যকায় ঠান্ডার উপর নির্ভর করে দুই অঞ্চলের স্কুলগুলিতে আলাদা নিয়মে পড়াশোনা চলে। গ্রীষ্ম ও শীতের স্কুলের শিক্ষাবর্ষের কার্যকলাপ আলাদা। জম্মুতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় এপ্রিল-মে নাগাদ। আবার কাশ্মীর ডিভিশনে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় নভেম্বরে। অক্টোবরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করা হয়।
আরও পড়ুন: বদলে যাচ্ছে আর্মেনিয়ান ঘাট, ইতিহাস-আধুনিকতার ছোঁয়ায় এবার আরও আকর্ষণীয়!
advertisement
সম্প্রতি এই নিয়মে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের স্কুলশিক্ষা দফতরের সচিব অলোক কুমার জানিয়েছেন, 'কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে একটি সামঞ্জস্যপূর্ণ শিক্ষাবর্ষ সূচি তৈরি করা হয়েছে। এতে মার্চ-এপ্রিলে বার্ষিক পরীক্ষা হবে নবম শ্রেণি পর্যন্ত।' বাকি দেশের স্কুলগুলির সঙ্গে মিলিয়েই এই সিদ্ধান্ত বলে খবর।
আরও পড়ুন: অগ্নিমূল্য বাজারে দর করে সবজি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দেখুন
আগামী বছরের শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে কাশ্মীর ও পীর পঞ্জল এলাকার স্কুলগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়া হবে পরীক্ষার সময় নিয়ে। এ বছরের শুরুতেই জম্মু-কাশ্মীর সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা মার্চ মাসে হবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষামহলে বিতর্ক রয়েছে।