TRENDING:

Success Story : বার্ষিক স্কলারশিপ ৪৫ লক্ষ! রসায়নে গবেষণার লক্ষ্য়ে জলপাইগুড়ির মেয়ে স্বপ্নের উড়ানে আমেরিকার পথে

Last Updated:

Success Story : ছোট্টো শহর জলপাইগুড়ি-ময়নাগুড়ি থেকে সুদূর আমেরিকায় রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার ডাক পেলেন সুরঞ্জনা দাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি : ছোট্টো শহর জলপাইগুড়ি-ময়নাগুড়ি থেকে সুদূর আমেরিকায় রসায়ন নিয়ে ৫৪ হাজার ডলার বার্ষিক স্কলারশিপ-সহ গবেষণার ডাক পেলেন সুরঞ্জনা দাম। গর্বে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা।জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবনগর পাড়ার বাসিন্দা সুরঞ্জনা। বাবা সুখময় দাম পেশায় চিকিৎসক, মা সংযুক্তা সরকার দাম পেশায় শিক্ষিকা।
জলপাইগুড়ির মেয়ে সুরঞ্জনা
জলপাইগুড়ির মেয়ে সুরঞ্জনা
advertisement

তাঁদের একমাত্র কন্যা সুরঞ্জনা বরাবরই লেখাপড়ায় ভাল ফল করতেন। তাঁর এমন সাফল্যে বেশ খুশি বাবা মা, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী।জানা গিয়েছে, বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পড়ুয়া। আমেরিকার ওহাইয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর আমেরিকায় গবেষণা করার জন্য এ বছর অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই আমেরিকায় উড়ে যাবেন সুরঞ্জনা। এই গবেষণার জন্য পাঁচ বছর সেখানেই থাকতে হবে তাঁকে। এর জন্য সুরঞ্জনাকে প্রতি বছর ৫৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা।আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে খুবই খুশি সুরঞ্জনা। গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করতে চান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story : বার্ষিক স্কলারশিপ ৪৫ লক্ষ! রসায়নে গবেষণার লক্ষ্য়ে জলপাইগুড়ির মেয়ে স্বপ্নের উড়ানে আমেরিকার পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল