TRENDING:

JU Student Death: হস্টেল নিয়ে আজ বড় পদক্ষেপ যাদবপুরের, আবাসিকদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নয়া উপাচার্য

Last Updated:

JU Student Death: সোমবার সকাল থেকে যাদবপুর মেন হস্টেলে ঢোকা-বেরোনোর ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আবাসিক ছাত্ররা সই করে হস্টেলে ঢুকছে কিংবা বাইরে থেকে কেউ এলে সই করে ঢুকতে হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হস্টেলে গেস্ট নিয়ে কড়া যাদবপুর। মেন হস্টেলে ঢোকা-বেরনোর সময় লগ বুকে সই করতে হচ্ছে আবাসিকদের। গেস্ট হিসেবে প্রাক্তনী বা বহিরাগত ঠেকাতে লগ বুকের সিদ্ধান্ত। সেইমতো সকাল থেকে যাদবপুর মেন হস্টেলে ঢোকা-বেরোনর উপর নিষেধাজ্ঞা জারি। লগবুকে সই করে চলছে ঢোকা-বেরোনো। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দাবি, স্টাফদের পরিচয়ে, পরিচয়পত্র ছাড়াই হস্টেলে ঢুকছেন অনেকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
advertisement

আজ সোমবার সকাল থেকে যাদবপুর মেন হস্টেলে ঢোকা-বেরোনোর ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আবাসিক ছাত্ররা সই করে হস্টেলে ঢুকছে কিংবা বাইরে থেকে কেউ এলে সই করে ঢুকতে হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের যারা স্টাফ রয়েছেন বলে দাবি করছেন, তাঁদের কোনও পরিচয় পত্র নেই, তারা অনায়াসে ঢুকছেন এবং বেরোচ্ছেন। নিরাপত্তারক্ষীদের দাবি, স্টাফদের পরিচয় পত্র রাখতে হবে কিংবা দেখাতে হবে এ রকম কোন নিয়ম নেই। তবে ছাত্ররা অনেকেই সই করছেন। আবার অনেকে সই করছেন না ঢোকা-বেরোনোর সময়।

advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ এ প্রসঙ্গে জানিয়েছেন, “কোনও কড়া মনোভাব নয়। নিরাপত্তার জন্য যেটা জরুরি সেটাই চিন্তা ভাবনা চলছে। সিসিটিভি শুধু নয়, আরএফআইডি নিয়েও ভাবনা চিন্তা। আমার পরিচয় আমি উপাচার্য। এর বাইরে যারা অন্যকিছু ভাবছে তাঁরা নন অ্যকাডেমিক।”

আরও পড়ুনঃ দশম শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, স্কুলে র‍্যাগিংয়ের অভিযোগে উত্তপ্ত কাকদ্বীপ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এ দিকে, কড়া মনোভাবে সায় নেই নয়া উপাচার্যের। পরিস্থিতি বুঝেই নিরাপত্তা চান যাদবপুরের নয়া উপাচার্য। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক সম্পর্কেই গুরুত্ব ভারপ্রাপ্ত উপাচার্যের। প্রয়োজনীয়তা বুঝেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সিসি ক্যামেরা না RFID তা খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয় চত্বরকে আগাছা-জঞ্জালমুক্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JU Student Death: হস্টেল নিয়ে আজ বড় পদক্ষেপ যাদবপুরের, আবাসিকদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নয়া উপাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল