TRENDING:

Jadavpur: ফেস্টে শালীনতার পাঠ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একগুচ্ছ 'নিয়ম' নির্দেশিকার পথে কতৃপক্ষ

Last Updated:

Jadavpur: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ফেস্ট তথা সাংস্কৃতিক উৎসবে নিয়মের ফাঁস। শৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। কী কী নিয়ম? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইউনিভার্সিটির শৃঙ্খলা রক্ষার জন্য শব্দ বিধি থেকে বোর্ড পরীক্ষার পরেই ফেস্ট করার নির্দেশ দেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ফেস্ট তথা সাংস্কৃতিক উৎসবে নিয়মের ফাঁস। শৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ নিয়ম নির্দেশিকা জারি করার প্রস্তাব আসতে চলেছে কর্তৃপক্ষের তরফে। কী কী নিয়ম? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইউনিভার্সিটির শৃঙ্খলা রক্ষার জন্য শব্দ বিধি থেকে বোর্ড পরীক্ষার পরেই ফেস্ট করার প্রস্তাব আসতে চলেছে।
ফেস্টে শালীনতার পাঠ
ফেস্টে শালীনতার পাঠ
advertisement

১) বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগে ফেষ্ট নয়।

২) নিয়ন্ত্রণে রাখতে হবে শব্দ বিধি।

৩) রাত ১০ টার পরে কোনও অনুষ্ঠান নয়।

আরও পড়ুন: ‘লজে’ ঢুকেই করুন এই ‘কাজ’….! কামাল করবে ‘১ টাকার’ ছোট্ট কয়েন, থাকুন ‘নিশ্চিন্তে’

৪) করতে হবে ক্রাউড ম্যানেজমেন্ট।

৫) বজায় রাখতে হবে শালীনতা।

advertisement

৬) ফেস্ট আয়োজন করতে গেলে পড়ুয়াদের মানতে হবে এই নিয়ম।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতবার ফেস্ট আয়োজনে অতিরিক্ত শব্দ বিধির কারণে যাদবপুর থানায় জমা পড়েছিল অভিযোগ। অসুবিধা হয়েছিল যাদবপুরের মধ্যে থাকা কোয়াটারের বাসিন্দাদের। তাই এবার ফেস্টকে কেন্দ্র করে নিয়ম-শৃঙ্খলা রাখতে চায় যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের সামনে রাখা হবে এই প্রস্তাব। এমনটাই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur: ফেস্টে শালীনতার পাঠ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একগুচ্ছ 'নিয়ম' নির্দেশিকার পথে কতৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল