১) বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগে ফেষ্ট নয়।
২) নিয়ন্ত্রণে রাখতে হবে শব্দ বিধি।
৩) রাত ১০ টার পরে কোনও অনুষ্ঠান নয়।
আরও পড়ুন: ‘লজে’ ঢুকেই করুন এই ‘কাজ’….! কামাল করবে ‘১ টাকার’ ছোট্ট কয়েন, থাকুন ‘নিশ্চিন্তে’
৪) করতে হবে ক্রাউড ম্যানেজমেন্ট।
৫) বজায় রাখতে হবে শালীনতা।
advertisement
৬) ফেস্ট আয়োজন করতে গেলে পড়ুয়াদের মানতে হবে এই নিয়ম।
গতবার ফেস্ট আয়োজনে অতিরিক্ত শব্দ বিধির কারণে যাদবপুর থানায় জমা পড়েছিল অভিযোগ। অসুবিধা হয়েছিল যাদবপুরের মধ্যে থাকা কোয়াটারের বাসিন্দাদের। তাই এবার ফেস্টকে কেন্দ্র করে নিয়ম-শৃঙ্খলা রাখতে চায় যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের সামনে রাখা হবে এই প্রস্তাব। এমনটাই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2025 12:12 PM IST
