TRENDING:

ITI College: শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণে অসামান্য অবদান, জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ

Last Updated:

ITI College:- পশ্চিমবঙ্গের দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ ভূষিত হলেন জাতীয় পর্যায়ের সম্মানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণে অসামান্য অবদান রেখে পশ্চিমবঙ্গের দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ ভূষিত হলেন জাতীয় পর্যায়ের সম্মানে। শনিবার, ৩১ মে, মুম্বইয়ে আয়োজিত এশিয়া এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘Principal of the Year’ পুরস্কারে সম্মানিত হন পূর্বস্থলী-২ গভঃ আইটিআই-এর অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন এবং তেহট্ট গভঃ আইটিআই-এর অধ্যক্ষা স্বস্তিকা পাল।
দুই অধ্যক্ষ 
দুই অধ্যক্ষ 
advertisement

এই সম্মান-অর্জন রাজ্যের কারিগরী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দীর্ঘদিনের নেতিবাচক সমালোচনার জবাব বলেই মনে করছেন শিক্ষামহল। দুই অধ্যক্ষের নেতৃত্বে কলেজ দু’টি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে নয়, বরং মাল্টি-স্কিল ট্রেনিং ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নিজেদের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।উল্লেখ্য, সৈয়দ মোশারফ হোসেন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, বি.টেক এবং এম.টেক ডিগ্রিপ্রাপ্ত। তিনি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির দক্ষ ব্যবহার, ডিজিটাল ক্লাসরুম ও শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলার একাধিক যুগোপযোগী উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।

advertisement

অন্যদিকে, স্বস্তিকা পালও একই বিষয়ে বি.টেক ও এম.টেক ডিগ্রিধারী। অধ্যক্ষা হওয়ার আগে তিনি নারী সুরক্ষার জন্য আরডুইনো-ভিত্তিক স্মার্ট জুতো উদ্ভাবন করেন, যা তাঁকে ২০২৩ সালে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্ভাবনী পুরস্কার এনে দেয়। সৈয়দ মোশারফ হোসেন বলেন, ‘‘এই সম্মান পাওয়ার পর আমার দায়িত্ব আরও বাড়ল, ছাত্র-ছাত্রীদের যেন আরও উন্নত শিক্ষা প্রদান করতে পারি, কলেজে যাতে বেশি জব ফেয়ার করানো যায় সেই বিষয়ে আরও সচেষ্ট হব।’’

advertisement

আরও পড়ুন : কালো ক্যাভিটি বা পোকায় খাওয়া ভাঙা দাঁত! এই কালো দানা মুখে রাখলেই গায়েব দাঁতের যন্ত্রণা! উধাও মুখের পচা গন্ধ!

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

দু’জনেই জানান, তাঁরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে আরও বেশি উদ্ভাবনী প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী। তাঁদের বিশ্বাস, এই প্রচেষ্টাই রাজ্যের বেকারত্ব হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ITI College: শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণে অসামান্য অবদান, জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল