ISRO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৫ এপিল থেকে। আবেদন করার শেষ দিন ৮ মে, ২০২২। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
ISRO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ISRO Recruitment 2022: শূন্যপদের বিবরণ
জুনিয়র রিসার্চ ফেলো- ১২টি পদ
রিসার্চ অ্যাসোসিয়েট- ২টি পদ
রিসার্চ সায়েন্টিস্ট- ৪১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (Indian Space Research Organisation) |
পদের নাম | জুনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং রিসার্চ সায়েন্টিস্ট |
শূন্যপদের সংখ্যা | ৫৫ |
কাজের স্থান | হায়দরাবাদ, তেলঙ্গানা |
কাজের ধরন: | সরকারি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৮.০৫.২০২২ |
ISRO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
জুনিয়র রিসার্চ ফেলো- জিওইনফরমেটিক্স, জিওম্যাটিক্স, জিওস্পেসিয়াল টেকনোলজি ইত্যাদিতে ME বা Mtech ডিগ্রি বা জিওস্পেসিয়াল টেকনোলজি/স্পেসিয়াল ইনফরমেশন টেকনোলজিতে BE বা Btech ডিগ্রি থাকতে হবে।
রিসার্চ অ্যাসোসিয়েট- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজিতে BE বা Btech ডিগ্রি, রিমোট সেন্সিং, জিআইএস, রিমোট সেন্সিং এবং জিআইএস ইত্যাদিতে ME or Mtech ডিগ্রি থাকতে হবে।
রিসার্চ সায়েন্টিস্ট- প্রার্থীদের বটানি, ইকোলজি, ফরেস্ট্রি ইত্যাদিতে MSc এবং BSc ডিগ্রি সহ PhD ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- রাজ্য পুলিশে ১৬,১৬৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত!
প্রার্থীরা আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক https://www.nrsc.gov.in/sites/default/files/pdf/Careers/NRSC-RMT-1-2022.pdf করে দেখতে পারেন।
ISRO Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ISRO Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের NRSC-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের পরে বিভিন্ন ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদন করতে হবে।