TRENDING:

ISC Exam 2024: স্কুল থেকে উধাও প্রশ্নের প্যাকেট! কাল বাতিল ISC সাইকোলজি পরীক্ষা! নতুন দিন ঘোষণা বোর্ডের

Last Updated:

ISC Exam 2024: হারিয়ে গেল আইএসসি-এর প্রশ্নপত্র। তার জেরে পরীক্ষা বাতিল ISC-র।কাল সাইকোলজি পরীক্ষা বাতিল করল আইএসসি বোর্ড। একটা পরীক্ষাকেন্দ্র প্রশ্নপত্র হারিয়ে গেছে বলে জানিয়েছে বোর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ হারিয়ে গেল আইএসসি-এর প্রশ্নপত্র। তার জেরে পরীক্ষা বাতিল ISC-র।কাল সাইকোলজি পরীক্ষা বাতিল করল আইএসসি বোর্ড। একটা পরীক্ষাকেন্দ্র প্রশ্নপত্র হারিয়ে গেছে বলে জানিয়েছে বোর্ড। তার জন্য কালকের পরীক্ষা বাতিল করা হয়েছে। কালকের পরীক্ষা নেওয়া হবে ৪ ঠা এপ্রিল। নতুন প্রশ্নপত্র তৈরি করে নেওয়া হবে পরীক্ষা জানিয়েছে বোর্ড।
পরীক্ষার্থী
পরীক্ষার্থী
advertisement



আরও পড়ুনঃ স্থগিত ISC রসায়নের প্রথম পত্রের পরীক্ষা, স্পষ্ট নয় কারণ, নতুন দিন ঘোষণা বোর্ডের

এই প্রথম নয়। গত মাসে, আচমকা স্থগিত হয়ে যায় আইএসসি দ্বাদশের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে স্থগিতাদেশ জারি করে কেন্দ্রীয় বোর্ড। ২১ মার্চে এই পরীক্ষা হবে বলে তারা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে, পরীক্ষা স্থগিতের কারণ অবশ্য স্পষ্ট করেনি বোর্ড।

advertisement

গত, ১২ ফেব্রুয়ারি আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে ৩ এপ্রিল। এই পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করবে বোর্ড বলে জানিয়েছিল। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনার কথা আগেই জানিয়েছিল বোর্ড।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC Exam 2024: স্কুল থেকে উধাও প্রশ্নের প্যাকেট! কাল বাতিল ISC সাইকোলজি পরীক্ষা! নতুন দিন ঘোষণা বোর্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল