আরও পড়ুনঃ স্থগিত ISC রসায়নের প্রথম পত্রের পরীক্ষা, স্পষ্ট নয় কারণ, নতুন দিন ঘোষণা বোর্ডের
এই প্রথম নয়। গত মাসে, আচমকা স্থগিত হয়ে যায় আইএসসি দ্বাদশের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে স্থগিতাদেশ জারি করে কেন্দ্রীয় বোর্ড। ২১ মার্চে এই পরীক্ষা হবে বলে তারা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে, পরীক্ষা স্থগিতের কারণ অবশ্য স্পষ্ট করেনি বোর্ড।
advertisement
গত, ১২ ফেব্রুয়ারি আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে ৩ এপ্রিল। এই পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করবে বোর্ড বলে জানিয়েছিল। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনার কথা আগেই জানিয়েছিল বোর্ড।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 8:34 PM IST