ISC Exam 2024: স্থগিত ISC রসায়নের প্রথম পত্রের পরীক্ষা, স্পষ্ট নয় কারণ, নতুন দিন ঘোষণা বোর্ডের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
ISC Exam 2024: আচমকা স্থগিত হয়ে গেল আইএসসি দ্বাদশের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে এই স্থগিতাদেশ জারি করে কেন্দ্রীয় বোর্ড।
নয়া দিল্লিঃ আচমকা স্থগিত হয়ে গেল আইএসসি দ্বাদশের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে এই স্থগিতাদেশ জারি করে কেন্দ্রীয় বোর্ড। ২১ মার্চে এই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে, পরীক্ষা স্থগিতের কারণ অবশ্য স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুনঃ ২০২৫-এর মাধ্যমিক শুরুর দিন বদলে গেল, কবে থেকে শুরু পরীক্ষা? বড় ঘোষণা পর্ষদের
গত, ১২ ফেব্রুয়ারি আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে ৩ এপ্রিল। এই পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করবে বোর্ড বলে জানিয়েছিল। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনার কথা আগেই জানিয়েছিল বোর্ড।
advertisement
advertisement
দশম এবং দ্বাদশ শ্রেনির বোর্ড পরীক্ষার আপডেটের জন্য ভারতীয় স্কুল সার্টিফিকেট পরীক্ষার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিয়মিত চেক করার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 4:38 PM IST