Madhyamik Exam 2025: ২০২৫-এর মাধ্যমিক শুরুর দিন বদলে গেল, কবে থেকে শুরু পরীক্ষা? বড় ঘোষণা পর্ষদের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Madhyamik Exam 2025: ঘোষণা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু ওইদিন রাজ্যে ছুটি থাকায় সেই পরীক্ষার সূচি বদল করল মধ্যশিক্ষা পর্ষদ।
কলকাতা: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন বদলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। কয়েকদিন আগেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। তবে রবিবার পর্ষদ সেই দিন বদলে নতুন দিন ঘোষণা করল।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। আগে ঘোষণা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু ওইদিন রাজ্যে ছুটি থাকায় সেই পরীক্ষার সূচি বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। বদল করে ১২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করার কথা জানাল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। তবে কবে কোন পরীক্ষা, তা এ বছরের মাধ্যমিক ফলাফল প্রকাশের দিন জানাবে পর্ষদ।
advertisement
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে আগামী বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলেও পরে ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, ‘২০২৫ সালের পরীক্ষার রুটিন পালটানো হতে পারে।’ কারণ ১৪ ফেব্রুয়ারি রাজ্যে ছুটির দিন, সমস্ত স্কুলও বন্ধ থাকবে। স্বাভাবিক ভাবেই পরীক্ষা শুরু করা সম্ভব হবে না।
advertisement
রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকে। সেদিন পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী। আবার সেদিন সবেবরাতও পড়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকার কথা। আর যদি স্কুল ছুটিই থাকে, তাহলে কীভাবে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে? এই নিয়ে কানাঘুঁষো, জল্পনা, প্রশ্ন ওঠার মধ্যেই সমস্ত বিষয়ে পরিষ্কার ঘোষণা করল পর্ষদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2024 9:40 PM IST