TRENDING:

প্রশ্নপত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! স্কুল নয়, প্রশ্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ! লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বড় খবর, জানুন

Last Updated:

Primary Education: স্কুল প্রশ্ন করলে তার মান সব জায়গায় এক থাকে না। পর্ষদ প্রশ্ন করলে সেই মান এক থাকবে। রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের পড়াশোনার মান কেমন, অগ্রগতি কেমন হচ্ছে, তা পর্ষদ জানতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ২৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় সার্বিক মূল্যায়নের (সামেটিভ) পরীক্ষা, যা চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। প্রথমবার এ বছর থেকে দ্বিতীয় ও তৃতীয় সার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, স্কুল প্রশ্ন করলে তার মান সব জায়গায় এক থাকে না। পর্ষদ প্রশ্ন করলে সেই মান এক থাকবে। রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের পড়াশোনার মান কেমন, অগ্রগতি কেমন হচ্ছে, তা পর্ষদ জানতে পারবে। তাই পরীক্ষার প্রশ্নপত্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটিভে ভাগ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা. সংগৃহীত ছবি।
প্রাথমিক শিক্ষা. সংগৃহীত ছবি।
advertisement

প্রথম সামেটিভ হয়েছে এপ্রিলের শেষে। তৃতীয় সামেটিভ হবে ডিসেম্বরে। আর অগাস্টে হতে চলেছে দ্বিতীয় সামেটিভ। যার দিন ইতিমধ্যেই ঘোষণা করেছে পর্ষদ। তিনটে সামেটিভ নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয়। এতদিন এই সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলি নিজেরাই করত। প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাখ্যা, বুনিয়াদি শিক্ষাই পড়ুয়াদের ভিত তৈরি করে। কিন্তু বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে দেখা গিয়েছে, বহু স্কুল প্রশ্নপত্র তৈরির সময় তারা যতটা পড়িয়েছে, তার উপরে প্রশ্ন তৈরি করে। ফলে রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের সমান মূল্যায়ন হয় না।

advertisement

আরও পড়ুনঃ ফল বিক্রেতা থেকে বলিউডে রাজত্ব! কাপুর, খান, বচ্চন পরিবার নয়, বলিউডের সবচেয়ে ধনী ‘এঁরাই’, সম্পত্তি-অর্থের পরিমাণ জানলে চমকে যাবেন

পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই প্রশ্ন তৈরির খরচও তারা বহন করবে। পর্ষদের এক কর্তা বলেন, “প্রশ্ন আমরা স্কুলে পৌঁছে দেব। ইতিমধ্যেই আমরা কবে কোন পরীক্ষা হবে তার রুটিন পাঠিয়ে দিয়েছি স্কুলগুলিকে। প্রশ্নের দু’টি সেট রাখা হচ্ছে। কোন‌ও সময় স্থানীয় কারণে স্কুল ছুটি থাকলে সেই স্কুলগুলিকে দ্বিতীয় সেটে পরীক্ষা নিতে হবে।” দ্বিতীয় সামেটিভ পরীক্ষা তৈরি হওয়ার পরেই তৃতীয় সামেটিভ পরীক্ষার জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীদের কী পড়ানো হবে তা পরিষ্কার উল্লেখ থাকবে ওই ক্যালেন্ডারে।

advertisement

সামনের বছর থেকে তিন দফা সামেটিভ পরীক্ষার অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে। প্রতি চার মাসে কোন অধ্যায় কত দিনের মধ্যে শেষ করতে হবে, পড়ানোর সময়ে কোন অধ্যায়ে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে তা বিস্তারিত ওই ক্যালেন্ডারে দেওয়া থাকবে। ফলে রাজ্যের ৫০ হাজার স্কুলের সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান এক থাকবে বলে মনে করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
প্রশ্নপত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! স্কুল নয়, প্রশ্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ! লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বড় খবর, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল