ফল বিক্রেতা থেকে বলিউডে রাজত্ব! কাপুর, খান, বচ্চন পরিবার নয়, বলিউডের সবচেয়ে ধনী 'এঁরাই', সম্পত্তি-অর্থের পরিমাণ জানলে চমকে যাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bollywood Richest Family: ফল বিক্রি থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব! বচ্চন, খান, কাপুর ও চোপড়াকে টপকে মোট অর্থ-সম্পদের নিরিখে শীর্ষস্থান দখল করেছে এই পরিবার। চিনে নিন তাঁদের, জানুন মোট সম্পত্তির পরিমাণ।
advertisement
*বলিউডের দ্বিতীয় ধনী পরিবার আদিত্য চোপড়ার পরিবার, যাদের আনুমানিক সম্পত্তির পরিমাণ 8000 কোটি টাকা। বলিউড ওয়েডিংসের রিপোর্ট অনুযায়ী, বচ্চন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫০০ কোটি টাকা এবং কাপুর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি টাকা। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন পরিচিত অভিনেতা, অভিনেত্রী যেমন আক্কিনেনি এবং মেগা পরিবার (আল্লু-কোনিদেলা) এই তালিকায় রয়েছেন।
advertisement
*হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, সবচেয়ে ধনী ভারতীয়রা বলিউড-সহ বিভিন্ন শিল্প থেকে এসেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই তালিকার শীর্ষে রয়েছে টি-সিরিজ গ্রুপের মালিক ভূষণ কুমারের পরিবার। তাঁদের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকা (১.২ বিলিয়ন টাকারও বেশি)। অর্থাৎ কুমার পরিবার আনুষ্ঠানিকভাবে বলিউডের সবচেয়ে ধনী বলিউড পরিবারের খেতাব অর্জন করেছে।
advertisement
*গুলশান কুমার ১৯৫১ সালের ৫ মে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি দরিয়াগঞ্জের এক ফলের রস বিক্রেতার ছেলে। দশম শ্রেণির পরে পড়াশোনা ছেড়ে দিয়ে পরিবারের ছোট ব্যবসায় সহায়তা করতেন। পরে গানের প্রতি গভীর আগ্রহ জন্মায় গড়ে তোলেন। ১৯৮৩ সালে, তিনি সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (টি-সিরিজ) প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় সংগীত ও চলচ্চিত্র শিল্পে বিপ্লব ঘটিয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement