Indian Railways Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদগুলির জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ ২০ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে শুরু হয়েছে।
প্রার্থীরা https://secr.indianrailways.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। এছাড়াও, এই লিঙ্কের মাধ্যমে প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটিও পড়ে দেখতে পারেন।
Indian Railways Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Railways Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
স্টাফ নার্স: | ৪৯টি পদ |
ফার্মাসিস্ট: | ৪টি পদ |
ড্রেসার: | ৬টি পদ |
এক্স-রে টেকনিশিয়ান: | ৩টি পদ |
ডেন্টাল হাইজিনিস্ট : | ১টি পদ |
ল্যাব সুপারিনটেনডেন্ট: | ২টি পদ |
ল্যাব সহকারী: | ৭টি পদ |
ফিজিওথেরাপিস্ট : | ১টি পদ |
অডিও-কাম-স্পিচ থেরাপিস্ট: | ১টি পদ |
Indian Railways Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
স্টাফ নার্স: ২০, ২১, জানুয়ারি ২০২২
ফার্মাসিস্ট, এক্স-রে টেকনিশিয়ান এবং ড্রেসার: ২২ জানুয়ারি, ২০২২
ল্যাব সুপারিনটেনডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ফিজিওথেরাপিস্ট, অডিও-কাম-স্পিচ থেরাপিস্ট: ২৪, ২৫ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্কের অধীনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন শীঘ্র জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (South East Central Railway)
পদের নাম: গ্রুপ সি
শূন্যপদের সংখ্যা: ৭৫
কাজের স্থান: রায়পুর
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: সাক্ষাৎকার
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
ইন্টারভিউয়ের তারিখ: বিশদ বিবরণ দেখুন
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত প্রাসঙ্গিক যোগ্যতা থাকতে হবে।
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.০১.২০২২
আরও পড়ুন- দিল্লির কলেজে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! জানুন আবেদনের বিস্তারিত বিবরণ!
Indian Railways Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত প্রাসঙ্গিক যোগ্যতা থাকতে হবে।
Indian Railways Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থিদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।