TRENDING:

Indian Navy Recruitment 2022: ইন্ডিয়ান নেভি-তে চাকরির স্বপ্ন দেখেন? এবার শুধু ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ

Last Updated:

Indian Navy Recruitment 2022: এমন সুযোগ বারবার আসে না। ভারতীয় নৌসেনায় শুধুমাত্র ইন্টারভিউ পাশ করলেই চাকরি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান নেভির (Indian Navy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিমে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে joinindiannavy.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

Indian Navy Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আর আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

Indian Navy Recruitment 2022: শূন্য পদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩৫টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

Indian Navy Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ

এডুকেশন ব্রাঞ্চ- ৫টি পদ

এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল ব্রাঞ্চ- ৩০টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান নেভি (Indian Navy)

advertisement

পদের নাম: ক্যাডেট এন্ট্রি স্কিম

শূন্য পদের সংখ্যা: ৩৫

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: বিশদে দেখুন

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৪.০২.২০২২

Indian Navy Recruitment 2022: বিশেষ ঘোষণা

advertisement

যে সকল প্রার্থীরা JEE (Main)- 2021 (B.E/ B. Tech-এর জন্য) পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ নীচে দেওয়া আছে।

Indian Navy Recruitment 2022: আবেদনের যোগ্যতা

যে সকল প্রার্থীরা সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা (১০+২ প্যাটার্ন) বা তার সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে (পিসিএম) কমপক্ষে ৭০% মোট নম্বর এবং ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে যে কোনও বোর্ড থেকে পাশ করেছেন (হয় দশম শ্রেণিতে বা দ্বাদশ শ্রেণি) তাঁরা স্কিমের জন্য আবেদন করতে পারেন।

advertisement

Indian Navy Recruitment 2022: বয়সসীমা

আবেদনের জন্য প্রার্থীদের জন্ম ২ জানুয়ারি, ২০০৩ থেকে ১ জুলাই, ২০০৫-এর মধ্যে হতে হবে।

Indian Navy Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

বিশদ বিবরণের জন্য এই লিঙ্কে ক্লিক করুন-

https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1642396505_404284.pdf

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের এসএসবি ইন্টারভিউয়ের জন্য তাঁদের নির্বাচন প্রসঙ্গে ই-মেল বা এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত প্রার্থীদের মোবাইল নম্বর এবং ই-মেল আইডি পরিবর্তন না-করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাছাই করা প্রার্থীদের জন্য SSB ইন্টারভিউ বেঙ্গালুরু/ভোপাল/কলকাতা/বিশাখাপত্তনমে মার্চ - এপ্রিল ২০২২ থেকে অনুষ্ঠিত হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Navy Recruitment 2022: ইন্ডিয়ান নেভি-তে চাকরির স্বপ্ন দেখেন? এবার শুধু ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল