TRENDING:

India Post Recruitment 2021: ৭৫ স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

India Post recruitment: প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি অন্ধ্রপ্রদেশের চিফ পোস্টমাস্টার জেনারেলের (Chief Postmaster General) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার আওতায় বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট স্পোর্টস কোটা রিক্রুটমেন্টের (India Post Sports Quota Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে dopsportsrecruitment.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Representational Image
Representational Image
advertisement

India Post Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন-DRDO Recruitment 2021: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গবেষণার সুযোগ! আবেদন চলছে

advertisement

India Post Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ভারতীয় ডাক বিভাগ, অন্ধ্র প্রদেশ (India Post)

advertisement

পদের নাম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ

শূন্যপদের সংখ্যা: ৭৫

কাজের স্থান: অন্ধ্রপ্রদেশ

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

advertisement

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ২৭.১১.২০২১

India Post Recruitment 2021: বয়সসীমা

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অন্য দিকে, মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন- মোটর ভেহিকেল মেকানিক ও অন্য পদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ভারতীয় ডাক বিভাগের, জানুন

advertisement

India Post Recruitment 2021: আবেদন ফি

প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে। মহিলা প্রার্থী, রূপান্তরকামী মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

India Post Recruitment 2021: আবেদন পদ্ধতি

প্রার্থীদের স্পোর্টস কোটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। এর পর প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য সহযোগে আবেদনপত্রটি পূরণ করে আবেদন ফি সহ জমা করাতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2021: ৭৫ স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল