TRENDING:

India Post Recruitment 2022: বিভিন্ন পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট, এমন চাকরির সুযোগ হাতছাড়া করবেন না

Last Updated:

India Post Recruitment 2022: ইন্ডিয়া পোস্টে চাকরির সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়া পোস্ট মেল মোটর সার্ভিস ডিপার্টমেন্টের (India Post Mail Motor Service Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

India Post Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ১০ মার্চ, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে ও অফলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন- ৩৬ শূন্যপদে পুলিশ নিয়োগ! আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি, দেরি করবেন না

India Post Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

India Post Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ

মেল মোটর পরিষেবা কোয়েম্বাতোর: ১১টি পদ

advertisement

ইরোড বিভাগ- ২টি পদ

নীলগিরি বিভাগ: ১টি পদ

সালেম পশ্চিম বিভাগ: ২টি পদ

তিরুপুর বিভাগ: ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়া পোস্ট মেল মোটর সার্ভিস ডিপার্টমেন্ট (India Post Mail Motor Service Department)
পদের নাম: স্টাফ কার ড্রাইভার
শূন্যপদের সংখ্যা: ১৭
কাজের স্থান: কোয়েম্বাটুর
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: চলছে
শিক্ষাগত যোগ্যতা: হালকা এবং ভারী মোটর গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন এবং কমপক্ষে তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ১০.০৩.২০২২

India Post Recruitment 2022: আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীর হালকা এবং ভারী মোটর গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন এবং কমপক্ষে তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন-  আকর্ষণীয় বেতন! ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন পদে নিয়োগ চলছে

advertisement

India Post Recruitment 2022: বয়সসীমা

৫৬ বছর।

India Post Recruitment 2022: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্রে বয়স, জাত, যোগ্যতা, অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রমাণের শংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Manager, Mail Motor Service, Goods Shed Roads, Coimbatore, 641001’।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2022: বিভিন্ন পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট, এমন চাকরির সুযোগ হাতছাড়া করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল