TRENDING:

India Post Recruitment 2021: ভারতীয় ডাকবিভাগে সরকারি চাকরির সুযোগ, আবেদন করবেন নাকি?

Last Updated:

India Post Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়া পোস্ট (India Post) সারা দেশে ২৬২টি শূন্যপদ পূরণের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্রীড়া কোটার অধীনে মেধাবী ক্রীড়াবিদদের সরাসরি নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন করার শেষ তারিখ বিভিন্ন রাজ্যের জন্য আলাদা। ইন্ডিয়া পোস্ট গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, ওড়িশা, ঝাড়খণ্ড এবং হিমাচলপ্রদেশ সার্কেলের জন্য অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেইল ​​গার্ড এবং মাল্টি-স্টাফ পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে।

India Post Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিবরণ

বিজ্ঞপ্তি অনুসারে, ইন্ডিয়া পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৭১ জন, পোস্টম্যান বা মেইল ​​গার্ডের জন্য ৫৬ জন এবং এমটিএস পদের জন্য ৬১ জন প্রার্থীকে নিয়োগ করবে।

advertisement

মধ্যপ্রদেশে, ইন্ডিয়া পোস্ট ৭১ জন ডাক সহকারী, ৫৬ জন পোস্টম্যান এবং ৬১ এমটিএস নিয়োগ করা হবে।

আরও পড়ুন- ব্যাঙ্কার হওয়ার স্বপ্ন দেখেন? ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন

ছত্তিসগঢ়ে, ডাক পরিষেবা, ডাক সহকারী ৫টি, পোস্টম্যান ৪টি এবং এমটিএসের ৩টি পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

advertisement

ইন্ডিয়া পোস্ট হিমাচলপ্রদেশে ১৩ জন ডাক সহকারী, ২ জন পোস্টম্যান এবং ৩জন এমটিএস নিয়োগ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ইন্ডিয়া পোস্ট ঝাড়খণ্ডে ৬টি ডাক সহকারী, ৫টি পোস্টম্যান এবং ৮টি এমটিএসের শূন্য পদ পূরণ করবে।

India Post Recruitment 2021: বয়সসীমা

ডাক সহকারী পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। পোস্টম্যানের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। এমটিএস পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)

পদের নাম: ডাক পরিষেবা, ডাক সহকারী, পোস্টম্যান, এমটিএস ও অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ২৬২

কাজের স্থান: গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, ওড়িশা, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

advertisement

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: গুজরাত সার্কেল: ২৫ নভেম্বর, ২০২১, মধ্যপ্রদেশ সার্কেল: ৩ ডিসেম্বর, ২০২১, ছত্তিসগঢ় সার্কেল: ৩ ডিসেম্বর, ২০২১, হিমাচলপ্রদেশ সার্কেল: ১৫ ডিসেম্বর, ২০২১, ওড়িশা: ৩ ডিসেম্বর, ২০২১, ঝাড়খণ্ড সার্কেল: ২৫ নভেম্বর, ২০২১

India Post Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ

গুজরাত সার্কেল: ২৫ নভেম্বর, ২০২১

মধ্যপ্রদেশ সার্কেল: ৩ ডিসেম্বর, ২০২১

ছত্তিসগঢ় সার্কেল: ৩ ডিসেম্বর, ২০২১

হিমাচলপ্রদেশ সার্কেল: ১৫ ডিসেম্বর, ২০২১

ওড়িশা: ৩ ডিসেম্বর, ২০২১

ঝাড়খণ্ড সার্কেল: ২৫ নভেম্বর, ২০২১

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2021: ভারতীয় ডাকবিভাগে সরকারি চাকরির সুযোগ, আবেদন করবেন নাকি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল