সম্প্রতি, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর পক্ষ থেকে অ্যাকোয়াকালচার সম্পর্কিত একটি অনলাইন কোর্সের বিষয়ে জানিয়েছেন প্রতিষ্ঠানের এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গৌরব ধর ভৌমিক। পড়ুয়ারা বিনামূল্যে (পরীক্ষার ফিস বা এক্সাম ফি ১০০০টাকা নেওয়া হবে) এই কোর্সটি করার সুযোগ পাবেন। নাম নথিভুক্ত করার শেষ দিন ১৮ জুলাই (২০২৩)।
কোর্সটি সম্পর্কে আরও জানতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর ‘স্বয়ম’ (Swayam) পোর্টালটি দেখে নিতে পারেন।এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যাকোয়াকালচার, ফিশারিজ় ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্স বিভাগের স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন।
advertisement
আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলিতে অস্বাভাবিক ডোনেশন ও ফি নিয়ে বড় পদক্ষেপ সরকারের? জানুন
শর্তাবলি: পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে অঙ্ক, জীববিদ্যা, পদার্থবিদ্যা থাকা প্রয়োজন।
আরও পড়ুন: স্কুলে মিড ডে মিল রাঁধেন মা, আইআইটি পেরিয়ে দরিদ্র পরিবারের পিতৃহীন যুবক আজ আইএএস অফিসার
কোর্সের খুঁটিনাটি: অনলাইনে ক্লাস নেওয়া হবে।ক্লাস শুরু হবে ২৪ জুলাই, ২০২৩।এই কোর্সটি ১২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।শেষ হবে ১৩ অক্টোবর, ২০২৩। ২৮ অক্টোবর, ২০২৩-এ পরীক্ষা নেওয়া হবে।আইআইটি খড়্গপুর সূত্রে জানা যায়, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর শংসাপত্র দেওয়া হবে। ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেলেই দেওয়া হবে শংসাপত্র।অনলাইনেই শংসাপত্র দেওয়া হবে।
Ranjan Chanda