TRENDING:

Yogashree Project: খরচ ছাড়াই IIT, মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি! উপরন্তু মাসে মাসে স্টাইপেন্ডের টাকা, যোগ্যশ্রী প্রকল্পে কোথায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ? জানুন

Last Updated:

Yogashree Project: শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময়কালে শিক্ষার্থীদের মিলবে মাসিক ৩০০ টাকা স্টাইপেন্ড ও পড়াশোনার সামগ্রী। রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিশেষ এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জেলার তিনটি জায়গায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ডাক্তার বা ইঞ্জিনিয়ার হ‌ওয়ার স্বপ্ন রয়েছে। চিন্তা নেই খরচ ছাড়াই এবার পাবেন ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ। শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময়কালে শিক্ষার্থীদের মিলবে মাসিক ৩০০ টাকা স্টাইপেন্ড ও পড়াশোনার সামগ্রী। রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিশেষ এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জেলার তিনটি জায়গায়। মালদহ জেলার চাঁচল, ইংরেজবাজার, কালিয়াচক এই তিনটি এলাকায় রয়েছে বিশেষ এই প্রশিক্ষণ কেন্দ্র।
advertisement

মালদহ বিভূতিভূষণ হাই স্কুল, সুজাপুর হাই স্কুল, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এই তিনটি স্কুলে রয়েছে এই বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। মালদহ জেলার এনসিএসএম কোঅর্ডিনেটর কৌশিকী দাস জানান, “মাধ্যমিকের ফলাফলের শতাংশের নিরিখে মেধা তালিকা অনুযায়ী এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনার সুযোগ পাবেন পড়ুয়ারা। জি‌ই, নিট, ডব্লিউবিজিই ইত্যাদি পরিক্ষার প্রস্তুতির জন্য একটি কেন্দ্রে মোট ৫০ জন পড়ুয়া সুযোগ পাবেন পড়াশোনার।”

advertisement

আরও পড়ুন: মাত্র ৮ দিনের অপেক্ষা, শুক্রের গোচরে সোনায় মুড়বে ৪ রাশির কপাল! কেরিয়ার, টাকা…দরজায় কড়া নাড়ছে ভাল সময়

আবেদনকারী এক শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানান, “মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি। আগামীতে ডাক্তার হ‌ওয়ার স্বপ্ন রয়েছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণের জন্য এখানে আবেদন করেছি। সম্পুর্ন বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করছি এখানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাব।”

advertisement

View More

আরও পড়ুন: ISI এর সাজানো হানিট্র্যাপের ফাঁদে পা, সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাচার! গ্রেফতার আম্বালার যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
খরচ ছাড়াই IIT, মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি! উপরন্তু মাসে মাসে স্টাইপেন্ডের টাকা
আরও দেখুন

আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিশেষ এই প্রশিক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন প্রশিক্ষণের জন্য। পাশাপাশি আগ্রহী প্রার্থীরা ফোনে যোগাযোগ ও প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যোগাযোগ করতে পারবেন আবেদনের জন্য। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যাপক উপকারী হবে বিশেষ এই প্রশিক্ষণ বলে অভিমত অনেকের। রাজ্য সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী থেকে শিক্ষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Yogashree Project: খরচ ছাড়াই IIT, মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি! উপরন্তু মাসে মাসে স্টাইপেন্ডের টাকা, যোগ্যশ্রী প্রকল্পে কোথায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল