এই ভাবনাকে সামনে রেখেই আইআইটি দিল্লি (IIT Delhi) চালু করেছে ছ’মাসের এক বিশেষ সার্টিফিকেশন কোর্স— ‘ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং’-এর উপর। কোর্সটি শুরু হবে ১৩ জুলাই, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত, সম্পূর্ণ অনলাইনে।
advertisement
✅ কারা এই কোর্সে যোগ দিতে পারবেন?
- গণিত বা স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতকরা
- সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত শিক্ষার্থীরা
- ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং নিয়ে ইতিমধ্যে কাজ করছেন, কিন্তু আরও দক্ষতা বাড়াতে আগ্রহী পেশাজীবীরাও
advertisement
🧑🏫 ক্লাস ও প্রশিক্ষণ
- প্রতি সপ্তাহে ৩ ঘণ্টা করে অনলাইন ক্লাস, আইআইটির প্রথিতযশা অধ্যাপকদের কাছ থেকে
- ক্লাস হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
- থাকবে হাতে-কলমে প্রজেক্ট, রিয়েল টাইম অ্যাসাইনমেন্ট ও বিশেষজ্ঞদের গাইডেন্স
💰 কোর্স ফি ও আবেদন
- মোট খরচ: ₹১,৫০,০০০
- আবেদন শুরুতে দিতে হবে ₹১৫,০০০
- বাকি ফি তিন ধাপে (জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) জমা দেওয়ার সুযোগ
- অনলাইনেই আবেদন করতে হবে, ওয়েবসাইট: cepqip.iitd.ac.in
- ওখানেই পাওয়া যাবে বিস্তারিত বিজ্ঞপ্তি ও শর্তাবলি
advertisement
🔍 কেন করবেন এই কোর্স?
বর্তমানে চাহিদা যেমন বাড়ছে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের, তেমনই বাড়ছে উপযুক্ত দক্ষতা সম্পন্ন প্রার্থীর অভাবও। আর এই কোর্স ঠিক সেই অভাব পূরণ করতে সাহায্য করবে—বিশ্বমানের প্রশিক্ষণ, আইআইটি-র সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা—সবই এক কোর্সে।
advertisement
তাই আর দেরি নয়! গণিতে স্নাতক ডিগ্রি থাকলেই ডেটা সায়েন্সে পথ তৈরি—তাও আবার আইআইটি-র হাত ধরে!
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 5:17 PM IST