টিউশন নয়, স্কুলকেই বরাবর গুরুত্ব দিয়েছেন ডিপিএস মেগাসিটি স্কুলের ছাত্রী দেবত্রী। স্কুলের হোমওয়ার্ককে কখনও অবহেলা করেননি। স্কুলের পরীক্ষাই তাকে তৈরি করেছে বোর্ডের পরীক্ষার জন্য। তাই কোনও বিষয়ে টিউশন ছাড়াই ICSE-তে পেয়েছেন ১০০% নম্বর। শিক্ষক শিক্ষিকারা কেবল স্কুলের সময়টুকু নয়, তা বাদেও সারাদিন থেকেছেন পাশে। ইন্টারনেটের কল্যাণে সমস্যায় পড়লেই তারা সাহায্য করেছেন দেবত্রীকে।
advertisement
তাই এত ভাল ফল করেছেন মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বাড়িতে পড়েই! আমি তো রোজ স্কুলে যেতাম, ওখানেই তো ৬ ঘণ্টা কেটে যেত। স্কুলের সময়টা নষ্ট করতাম না’’। পরীক্ষায় ভাল ফলাফলের পিছনে মায়ের ভূমিকার কথাও বললেন কৃতী। ইঞ্জিনিয়র মা চাকরি সামলেও মেয়েকে সাহায্য করেছেন পড়াশোনায়। তাই ভবিষ্যতে মায়ের মতোই ইঞ্জিনিয়র হওয়ার ইচ্ছে প্রকাশ দেবত্রীর।
‘ইঞ্জিনিয়র মানেই উদ্ভাবন, নতুন কিছু তৈরি, এটা আমার ছোট থেকেই খুব ভাল লাগে’, জানালেন দেবত্রী। দশমের গণ্ডি পেরিয়ে তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে ভবিষ্যতে JEE-র প্রস্তুতির পরিকল্পনা মেধাবী ছাত্রীর। তবে সারাদিন পড়া পড়া করেই কাটে তা নয়। পড়ার ফাঁকে গান আর আঁকাও সমান তালে চলেছে, জানালেন ICSE-র কৃতী ছাত্রী।