Digha Jagannath Temple: সমুদ্র তীরে এ এক অপূর্ব সৃষ্টি...’ দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন মুখ‍্যমন্ত্রীর, বাংলার বাড়িতে বাড়িতে পাঠানো হবে প্রসাদ, জানিয়ে দিলেন মমতা

Last Updated:

Digha Jagannath Temple: অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। সোমবার থেকেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।


‘সমুদ্র তীরে এ এক অপূর্ব সৃষ্টি...’ দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন মুখ‍্যমন্ত্রীর, বিশিষ্টদের পাঠানো হবে প্রসাদ, জানিয়ে দিলেন মমতা
‘সমুদ্র তীরে এ এক অপূর্ব সৃষ্টি...’ দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন মুখ‍্যমন্ত্রীর, বিশিষ্টদের পাঠানো হবে প্রসাদ, জানিয়ে দিলেন মমতা
দিঘা: অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। সোমবার থেকেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছেন যজ্ঞ-সহ বিশেষ পুজো। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে যজ্ঞ। দুপুর ৩.১৪ পর্যন্ত দ্বারোদ্ঘাটনের সময় রয়েছে, জানিয়ে দিলেন মমতা।
দিঘায় মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে মুখ‍্যমন্ত্রী বিশেষ ধ‍ন‍্যবাদ জানালেন মন্দির নির্মান-সহ অন‍্যান‍্য বিষয়ে জড়িত সমস্ত কর্মীদের। তিনি বলেন, ‘‘যারা এই কাজ শেষ করেছেন তাদের ধন্যবাদ জানাব। যারা এই কাজ করেছেন সেই শ্রমিক, প্ল্যানিং ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের ধন্যবাদ জানাব।’’
advertisement
advertisement
মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘সাংস্কৃতিক, শিল্প, সাধু সন্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠান আজ এখানে এসেছে। হিন্দু, শিখ, বৌদ্ধ সহ সব সম্প্রদায় থেকে মানুষ এসেছেন। উত্তর থেকে দক্ষিণ সবাই এসেছেন। স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এটা আমরা করতে পারতাম না। শিল্পপতিরা সবাই আজ এখানে এসেছেন। পুরোহিত সনাতন ব্রাহ্মণ সমাজ থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, ইসকন থেকে সবাই আজ এখানে হাজির।’’
advertisement
দ্বারোদ্ঘাটনের সময় এবং পুজো সম্পর্কেও একাধিক বিষয় জানালেন মমতা। তিনি বলেন, ‘‘দুপুর ৩.১৪ পর্যন্ত দ্বারোদ্ঘাটনের সময় রয়েছে, তার মধ্যে উদ্বোধন হবে। বিষ্ণুর চক্র স্থাপন হয়েছে। ভোজ মণ্ডপ, জগমোহন, চৈতন্য দ্বার হয়েছে। দারুব্রহ্ম মূর্তি দৈনিক পুজো হবে। পাথরের বিগ্রহ থাকবে। সমুদ্র তীরে এ এক অপূর্ব সৃষ্টি হিসাবে থাকবে। মানুষ এখানে আসবেন।’’
advertisement
মন্দিরে আসার জন‍্য সকলকে আমন্ত্রণ জানালেন মুখ‍্যমন্ত্রী। পাশাপাশি মন্দিরের প্রসাদে কী পাবেন ভক্তরা তারও আভাস দিলেন মমতা। ‘‘সবাই আসুন। এই মন্দির সকলের জন্য। এরপর মন্দিরের সময়ানুযায়ী সবাই আসবেন। ভোগ পাবেন, গজা, পেঁড়া পাবেন। অতিথিদের আজ দেখানো হবে। প্রসাদ ও ছবি তাদের দেওয়া হবে। INC বিভাগকে বলব বাংলার সব বাড়ি ও দেশের বিশিষ্টদের কাছে প্রসাদ ও ছবি পাঠাতে। সারা দেশে শান্তি প্রতিষ্ঠা হোক। মন্দির মা মাটি মানুষকে উৎসর্গ করব।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: সমুদ্র তীরে এ এক অপূর্ব সৃষ্টি...’ দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন মুখ‍্যমন্ত্রীর, বাংলার বাড়িতে বাড়িতে পাঠানো হবে প্রসাদ, জানিয়ে দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement