আরও পড়ুনঃ বাবা রাজনৈতিক কর্মী, মা গৃহবধূ! মাধ্যমিকের ফল বেরতেই উদয়নকে ঘিরে উচ্ছ্বাস বালুরঘাটে
মালবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের উত্তর কলোনির বাসিন্দা স্কুল শিক্ষক সুব্রত বিশ্বাস ও জয়শ্রী করের একমাত্র সন্তান স্বপ্নজিৎ ছোট থেকেই অত্যন্ত মেধাবী। এই সাফল্যের পর মা-বাবা এবং স্কুলের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছে এই কৃতীছাত্র। কৃতি ছাত্র স্বপ্নজিৎ জানিয়েছে, বাড়িতে বাবা-মা তাকে পড়াতেন। তেমনভাবে প্রাইভেট টিউশন পড়িনি। টেক্সট বুক ভাল করে পড়েছি। লেখাপড়ার জন্য তেমন বাঁধাধরা সময় ছিল না। পড়াশোনার পাশাপাশি আর আগ্রহ রয়েছে ক্রিকেট ও ফুটবল খেলায়।
advertisement
শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি এবং বিবেক আগরওয়াল। দু’জনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। দু’জনের এই সাফল্যে খুশির জোয়ার গোটা পরিবারে। মানব এবং বিবেক দু’জনেরই বাড়ি বিহারে । তারা শিলিগুড়িতে স্কুলের বর্ডিংয়ে থাকত। বর্তমানে মানব দিল্লিতে আইআইটি-র জন্য কোচিং নিচ্ছে। অন্যদিকে, বিবেক দিল্লিতে সায়েন্স নিয়ে একটি স্কুলে পড়ছে।
সুরজিৎ দে ও অনির্বাণ রায়