TRENDING:

ICSE Result 2024: ICSE-তে নজর কাড়া সাফল্য উত্তরবঙ্গের! রাজ্যে সম্ভাব্য প্রথম ওদলাবাড়ির স্বপ্নজিৎ!

Last Updated:

ICSE Result 2024: আইসিএসসি পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস। মাল মহাকুমার ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ পরীক্ষায় ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: আইসিএসসি পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস। মাল মহাকুমার ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ পরীক্ষায় ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়েছে। রাজ্যে সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে এই কৃতীছাত্র, দাবি স্কুলের প্রিন্সিপালের। স্বপ্নজিতের সাফল্যে গর্বিত স্কুল এবং তার প্রতিবেশীরা।
স্বপ্নজিৎ
স্বপ্নজিৎ
advertisement

আরও পড়ুনঃ বাবা রাজনৈতিক কর্মী, মা গৃহবধূ! মাধ্যমিকের ফল বেরতেই উদয়নকে ঘিরে উচ্ছ্বাস বালুরঘাটে

মালবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের উত্তর কলোনির বাসিন্দা স্কুল শিক্ষক সুব্রত বিশ্বাস ও জয়শ্রী করের একমাত্র সন্তান স্বপ্নজিৎ ছোট থেকেই অত্যন্ত মেধাবী। এই সাফল্যের পর মা-বাবা এবং স্কুলের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছে এই কৃতীছাত্র। কৃতি ছাত্র স্বপ্নজিৎ জানিয়েছে, বাড়িতে বাবা-মা তাকে পড়াতেন। তেমনভাবে প্রাইভেট টিউশন পড়িনি। টেক্সট বুক ভাল করে পড়েছি। লেখাপড়ার জন্য তেমন বাঁধাধরা সময় ছিল না। পড়াশোনার পাশাপাশি আর আগ্রহ রয়েছে ক্রিকেট ও ফুটবল খেলায়।

advertisement

শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি এবং বিবেক আগরওয়াল। দু’জনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। দু’জনের এই সাফল্যে খুশির জোয়ার গোটা পরিবারে। মানব এবং বিবেক দু’জনেরই বাড়ি বিহারে । তারা শিলিগুড়িতে স্কুলের বর্ডিংয়ে থাকত। বর্তমানে মানব দিল্লিতে আইআইটি-র জন্য কোচিং নিচ্ছে। অন্যদিকে, বিবেক দিল্লিতে সায়েন্স নিয়ে একটি স্কুলে পড়ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে ও অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Result 2024: ICSE-তে নজর কাড়া সাফল্য উত্তরবঙ্গের! রাজ্যে সম্ভাব্য প্রথম ওদলাবাড়ির স্বপ্নজিৎ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল