Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায় রাজ্যে প্রথম হয়েছে ৪৯৯ নম্বর পেয়ে। কলকাতার অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অনুরাগ নন্দী, মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানী, কলকাতার ডি. পল স্কুলের শ্রেয়াশী বিশ্বাস, কলকাতার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান, জোকার গার্ডেন হাই স্কুলের আরণ্যক রায় ৪৯৮ নম্বর পেয়ে মোট পাঁচজন দ্বিতীয় স্থানে রয়েছে।
advertisement
আরও পড়ুন: CBSE দশম শ্রেণির সমাজবিজ্ঞান সিলেবাসে ৩০% বাদ, কী থাকল আর কোনটা বাদ গেল দেখুন
অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করেছে মোট ১৬ জন। ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী, মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের মহিকা দে, বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের অন্তরা দাঁ, শিলিগুড়ির সেন্ট মাইকেল স্কুলের শিলাজিৎ ঘোষ, গোবিন্দ সরদা, কলকাতার নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের অঙ্কন রায়, সায়ন সেন, অহনা বন্দ্যোপাধ্যায়, ডরথী মজুমদার, দীপ্তাংশু রায়, কলকাতার পৈলান ওয়ার্ল্ড স্কুলের রৌনক রায়, কল্যাণীর জুলিয়েন্ট ডে স্কুলের সৌম্যজ্যোতি বিশ্বাস, নৈহাটির সেন্ট ল্যুক ডে স্কুলের অরুনাভ দত্ত, পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের সিঞ্জিনী মিত্র, কলকাতার দ্য হেরিটেট স্কুলের অপ্রতীম গঙ্গোপাধ্যায়, কলকাতার সেন্ট স্টিফেনস স্কুলের রুপম মন্ডল।
আরও পড়ুন: কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? বড় আপডেট দিলেন ব্রাত্য বসু
দুপর ৩ টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে।
শিক্ষার্থীরা নম্বর দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং নিম্নলিখিত অ্যাপসে দেখতে পারেন –
— cisce.org
— indiaresult.com
— examresult.net
— digilocker.gov.in
– উমং অ্যাপ
CISCE মার্কশীট উমং অ্যাপেও, কী ভাবে চেক করবেন
ধাপ ১: আপনার মোবাইল নম্বর দিয়ে UMANG অ্যাপে লগ ইন করুন
ধাপ ২: এখন, ‘সমস্ত পরিষেবা’ এ ক্লিক করুন
ধাপ ৩: তারপর, মেনু থেকে ‘CISCE’ বেছে নিন
ধাপ ৪: ক্লাস 10-এ ক্লিক করুন
ধাপ ৫: আপনার রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখুন তারপরই ফলাফল দেখতে পাবেন।